Ajker Patrika

‘বাংলাদেশ ক্রিকেট সাকিবকে অনেক মিস করছে’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১: ২৮
অলরাউন্ড পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
অলরাউন্ড পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

তারকা ক্রিকেটারকে নিয়ে আগেভাগেই কোনো উপসংহারে আসা যায় না। সাকিব আল হাসান যে তাদেরই একজন। অফফর্ম বা অন্য কোনো কারণে যখনই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সবকিছুর জবাব তিনি দেন মাঠের পারফরম্যান্সে।

আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা সাকিবের একরকম থেমে গেলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি পরিচিত মুখ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) দিয়ে ৪৮ দিন পর ফিরেই কাঁপালেন তিনি। জিএসএলে অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের জার্সিতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। যেখানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে কোনো রান না দিয়েই ২ উইকেট পেয়েছেন। এই ওভারে তাদের দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং, ডিন ফক্সক্রফটকে এলবিডব্লিউ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এরপর জশ ক্লার্কসন, উইলিয়াম ক্লার্ককে করেন বোল্ড।

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে বয়ে যায় প্রশংসার বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে সাকিবের একটি ছবি পোস্ট করেন। নাফিস লিখেছেন, ‘কিছু বলার নাই...’। সাকিবের প্রশংসা করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গত রাতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের পরিসংখ্যানের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন নাসির হোসেন। নাসির লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’ সাকিব যে রাতে অলরাউন্ড পারফরম্যান্সে দুবাইকে জিতিয়েছেন, একই রাতে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

২৪ ঘণ্টা না জেতেই সাকিবের দল মাঠে নামবে জিএসএলে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে দুবাই ক্যাপিটালস-হোবার্ট হারিকেন্স ম্যাচ। এদিকে আজ ভোরে জিএসএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে রংপুর রাইডার্স। এবার রংপুর নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত