Ajker Patrika

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে: তামিম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১: ৫৬
শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রশংসায় তামিম ইকবাল। ছবি: ফাইল ছবি
শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ জয়ের পর বাংলাদেশের প্রশংসায় তামিম ইকবাল। ছবি: ফাইল ছবি

টি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।

১৩ জুলাই ডাম্বুলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে বাংলাদেশের শুরু। পরবর্তীতে কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়। সেই জয়ের রেশ লিটনরা ধরে রাখলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ বাংলাদেশ নিজেদের করে নিল।

পাকিস্তানের বিপক্ষে গতকাল বাংলাদেশ যে ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল, সেটা তামিম দেখেছেন শেরেবাংলার গ্যালারিতে বসে। ম্যাচ শেষে তিনি বের হতেই গণমাধ্যমকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। তামিমের মতে পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখলে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু উপহার দেবে। বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘টি-টোয়েন্টিতে তো আমরা খুব একটা এরকম সাফল্য কল্পনাও করি না। সামনে ২০২৬ সালের বিশ্বকাপ আছে। এই দলটা যদি এভাবে খেলতে থাকে, তাহলে অনেক ভালো কিছু করবে।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় মে মাসে প্রথম টি-টোয়েন্টি দিয়েই লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হয়েছিলেন। তবে সেই সিরিজে প্রথম ম্যাচ জয়ের পরও সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। টানা ৬ টি-টোয়েন্টি হারের পর বাংলাদেশ এই সংস্করণে নিজেদের সবশেষ চার ম্যাচই জিতেছে।

তামিমের মতে শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করেছে। শুধু ক্রিকেটারদেরই নয়, ভক্ত-সমর্থকদেরও এই জয় প্রাপ্য বলে মনে করেন তিনি। বাংলাদেশের সাবেক ওপেনার বলেন, ‘শেষ কিছুদিন ধরে যখন ফল আসছিল না, তখন অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমি মনে করি দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটের ভক্ত-সমর্থকেরা যাঁরা আছেন, তাঁদেরও এটা প্রাপ্য। এই দলটা খুবই তরুণ দল। যখন পারফরম্যান্স ভালো হয় না, অনেক সমালোচনা হয়। তাদের আত্মবিশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ এই জয়।’

মিরপুরে গতকাল তামিম খেলা দেখেছেন তাঁর ছেলে আরহামকে নিয়ে। এ ব্যাপারে তামিম বলেছেন, ‘সে (আরহাম) নিয়মিত বাংলাদেশের খেলা দেখে। তার জন্যই আসা। দুর্ভাগ্যজনকভাবে আমার ম্যাচ বেশি দেখতে পারেনি।’ শ্রীলঙ্কা-পাকিস্তান দুটি সিরিজ বাংলাদেশ জিতেছে এশিয়ান কন্ডিশনে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত-শ্রীলঙ্কা। তামিম হয়তো সেই ধারণা থেকেই বাংলাদেশকে নিয়ে ২০২৬ বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছেন। ডাম্বুলা-কলম্বোর পর মিরপুরেও বাংলাদেশ রাজত্ব করছে। হেসেখেলে জয় তো বটেই, চাপ সামলে জেতাও যেন শিখে গেছেন পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত