ক্রীড়া ডেস্ক
আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে একের পর এক কীর্তি গড়ে চলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং নিয়ে সমালোচনার চেয়ে তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। এবার ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো আম্পায়ারের নেই।
লর্ডসে বাংলাদেশ সময় আজ বেলা চারটায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচে পল রাইফেলের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকত। তাতে করেই বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে লর্ডসে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন। তাঁর এই বিরল কীর্তির ম্যাচে গ্যালারিতে দেখা গেছে শচীন টেন্ডুলকারকে। তৃতীয় টেস্টের আগে লর্ডসের ঘণ্টা বাজিয়েছেন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির নাম জড়িয়ে আছে এই সিরিজেও। এবারের ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তিন ম্যাচেই ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। যার মধ্যের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে তিনি ছিলেন টিভি আম্পায়ার। পরের টেস্টে তাঁর দায়িত্ব বদলে যায়। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। সৈকতের বিপক্ষে এই টেস্টে ১০ বার রিভিউ করা হয়েছে। যার মধ্যে আটটিই ছিল সঠিক। তাঁর এমন দুর্দান্ত আম্পায়ারিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছিলেন হার্শা ভোগলে।
দ্বিতীয় টেস্টেই তাঁর সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের লেগে গিয়েছিল। কারণ, রিভিউর সময় শেষ হওয়ার পরও যশস্বী জয়সওয়ালের রিভিউ গ্রহণ করেছিলেন সৈকত। পরবর্তীতে দেখা যায়, জয়সওয়ালের বিপক্ষে প্রথমে সৈকত যে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন সেটাই সঠিক ছিল। এই টেস্টে ভারত ৩৩৬ রানে জিতে সমতায় ফেরে।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছিলেন গত বছর। আইসিসি ইভেন্ট তো বটেই, বিদেশের মাঠে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও তিনি পরিচিত মুখ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও সৈকত ম্যাচ পরিচালনা করেছিলেন। আজ লর্ডসে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তাঁর বিরল কীর্তির দিনে আহসান রাজা আছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। গ্রাহাম লয়েড চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন:
ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী
ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার
আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে একের পর এক কীর্তি গড়ে চলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিং নিয়ে সমালোচনার চেয়ে তিনি বেশ প্রশংসিত হচ্ছেন। এবার ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তিনি এমন এক কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো আম্পায়ারের নেই।
লর্ডসে বাংলাদেশ সময় আজ বেলা চারটায় শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচে পল রাইফেলের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে সৈকত। তাতে করেই বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে লর্ডসে আম্পায়ারিংয়ের কীর্তি গড়েন। তাঁর এই বিরল কীর্তির ম্যাচে গ্যালারিতে দেখা গেছে শচীন টেন্ডুলকারকে। তৃতীয় টেস্টের আগে লর্ডসের ঘণ্টা বাজিয়েছেন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির নাম জড়িয়ে আছে এই সিরিজেও। এবারের ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের নাম হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি।
চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তিন ম্যাচেই ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। যার মধ্যের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে তিনি ছিলেন টিভি আম্পায়ার। পরের টেস্টে তাঁর দায়িত্ব বদলে যায়। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। সৈকতের বিপক্ষে এই টেস্টে ১০ বার রিভিউ করা হয়েছে। যার মধ্যে আটটিই ছিল সঠিক। তাঁর এমন দুর্দান্ত আম্পায়ারিং দেখে সামাজিক মাধ্যমে প্রশংসা করেছিলেন হার্শা ভোগলে।
দ্বিতীয় টেস্টেই তাঁর সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের লেগে গিয়েছিল। কারণ, রিভিউর সময় শেষ হওয়ার পরও যশস্বী জয়সওয়ালের রিভিউ গ্রহণ করেছিলেন সৈকত। পরবর্তীতে দেখা যায়, জয়সওয়ালের বিপক্ষে প্রথমে সৈকত যে এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন সেটাই সঠিক ছিল। এই টেস্টে ভারত ৩৩৬ রানে জিতে সমতায় ফেরে।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত হয়েছিলেন গত বছর। আইসিসি ইভেন্ট তো বটেই, বিদেশের মাঠে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও তিনি পরিচিত মুখ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও সৈকত ম্যাচ পরিচালনা করেছিলেন। আজ লর্ডসে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে তাঁর বিরল কীর্তির দিনে আহসান রাজা আছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। গ্রাহাম লয়েড চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন:
ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী
ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১২ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১৩ ঘণ্টা আগে