Ajker Patrika

‘বাংলাদেশের খেলা দেখে মন খারাপ, তবে সাকিবের ব্যাটিংয়ে পেয়েছি আনন্দ’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১২: ৫৭
গ্লোবাল সুপার লিগে (জিএসএলে) কাঁপিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ক্রিকইনফো
গ্লোবাল সুপার লিগে (জিএসএলে) কাঁপিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ক্রিকইনফো

পাল্লেকেলে থেকে গায়ানা—বিশ্বের দুই শহরে গতকাল সমান তালে চলেছে বাংলাদেশ দল ও সাকিব আল হাসানের ম্যাচ। যেখানে সাকিব গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত খেলেছেন। জাভেদ ওমর বেলিম গত রাতে বাংলাদেশের চেয়ে সাকিবের ব্যাটিং বেশি উপভোগ করেছেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৫৪ রান। শুরু ও শেষটা ভালো হলেও মিডল ওভারে ৬.২ রানরেটে ব্যাটিং বাংলাদেশকে ভুগিয়েছে। নাঈম শেখ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তিনি করেছেন ২৯ বলে ৩২ রান। মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করেছেন ১২৬.০৮ স্ট্রাইকরেটে। এছাড়া অধিনায়ক লিটন দাস (৫৪.৫৪ স্ট্রাইকরেট) ও তাওহীদ হৃদয় (৭৬.৯২ স্ট্রাইকরেট) খেলেছেন আরও ধীরগতিতে। অন্যদিকে গায়ানায় জিএসএলে অভিষেকে সাকিব দুর্দান্ত ব্যাটিং করেছেন। এক পর্যায়ে তাঁর স্কোর ছিল ২৮ বলে ৩৬ রান। সেখান থেকে শেষ ৯ বলে আরও ২২ রান করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

বাংলাদেশ-শ্রীলঙ্কা, দুবাই ক্যাপিটালস-সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ম্যাচ দুটি যখন মাঝামাঝি পর্যায়ে, তখন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন বেলিম। বাংলাদেশের সাবেক ক্রিকেটার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করে লিখেছেন, ‘বাংলাদেশের পারফরম্যান্স দেখে মনটা একটু খারাপ। তবে সাকিব আল হাসানের ব্যাটিং দেখে কিছুটা আনন্দ পেলাম। সাকিবকে শুভকামনা। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের প্রতিও রইল শুভকামনা।’

সাকিবের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া দুবাই ক্যাপিটালস করেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান। বোলিংয়েও এরপর তিনি দেখিয়েছেন জাদু। ৪ ওভার বোলিং করে ১৪ রান খরচ করে পেয়েছেন ৪ উইকেট। যেখানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে কোনো রান না দিয়েই ২ উইকেট পেয়েছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে যায় সেন্ট্রাল। দুবাইয়ের ২২ রানের জয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সাকিব।

সাকিবের দল জিতলেও পাল্লেকেলেতে বাংলাদেশ দল হতাশ করেছে। এক ওভার হাতে রেখে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা। ১৩ জুলাই ডাম্বুলায় হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কাকে বদলাতে হবে ভেন্যু। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত