নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেছে অনেক নামীদামি ব্যক্তির উপস্থিতি। তাঁদেরই একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাচ শেষ হতে না হতেই তিনি চলে যান। খেলার মাঝে তিনি সম্প্রচারক চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন, বিএনপি ক্ষমতায় এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কি না সেটা তার ওপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না। সেটা বিশ্বাসও করি না।
যে যোগ্য, সে অবশ্যই আসবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তিন বছর আগে বিদায় বললেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তাঁর ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বললেন, ‘আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।’
বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি-টেন ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তাঁর জাদু।
আরও খবর পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেছে অনেক নামীদামি ব্যক্তির উপস্থিতি। তাঁদেরই একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাচ শেষ হতে না হতেই তিনি চলে যান। খেলার মাঝে তিনি সম্প্রচারক চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন, বিএনপি ক্ষমতায় এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কি না সেটা তার ওপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না। সেটা বিশ্বাসও করি না।
যে যোগ্য, সে অবশ্যই আসবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তিন বছর আগে বিদায় বললেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তাঁর ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বললেন, ‘আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।’
বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি-টেন ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তাঁর জাদু।
আরও খবর পড়ুন:
ভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। দুইয়ে থাকা নেপালের পয়েন্ট ১২। আজ নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে নেপাল।
২ ঘণ্টা আগেস্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ে আগেই নামডাক কুড়িয়েছেন মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো টি-টোয়েন্টি লিগে তিনি দেখিয়েছেন, দলের প্রয়োজনে কী করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার দেখিয়েছেন তাঁর ঝলক।
৩ ঘণ্টা আগে