Ajker Patrika

সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পরও দলের হার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০: ৩৮
সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের পরও হারল মায়ামি ব্লেজ। ছবি: ফেসবুক
সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের পরও হারল মায়ামি ব্লেজ। ছবি: ফেসবুক

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) শুরুটা সাকিব আল হাসানের বোলিং যেমনই হোক, ব্যাটিংটা হয়েছে বাজে। এবার সংস্করণটা টি-টোয়েন্টি থেকে টি-টেনে বদলাতেই সাকিবও দেখালেন ঝলক। ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই জ্বলে উঠলেন তিনি। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে সাকিব খেলছেন মায়ামি ব্লেজের হয়ে। গতকাল শুরু হওয়া টুর্নামেন্টে মায়ামির প্রথম ম্যাচে খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে খেলেছেন। একাদশে সুযোগ পেয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স। তাঁর জ্বলে ওঠার দিনে ফ্লোরিডা লায়নসের কাছে ৯ রানে হেরেছে মায়ামি।

কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে মায়ামির বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০৭ রান করেছে ফ্লোরিডা লায়নস। ফ্লোরিডার ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন টিওন ওয়েবস্টার। ২০ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব ২ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। ১০৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি ৯.৪ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়। ওপেনিংয়ে নেমে সাকিব ৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করেন।

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে এবার উদ্বোধনী ম্যাচেই খেলেছে মায়ামি ব্লেজ। বোকা র‍্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মায়ামি অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। প্রথমে ব্যাটিং পাওয়া ট্রেলব্লেজার্স ১০ ওভারে ৫ উইকেটে করেছে ১১২ রান। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির অধিনায়ক জর্জ মানসি। ১৭ বলের ইনিংসে মেরেছেন ১ চার ও ৪ ছক্কা। জয়ের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৬ উইকেটে ৮০ রানে আটকে যায় মায়ামি। কেসরিক উইলিয়ামস ইনিংস সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত থাকেন।

৩২ ও ৯ রানে দুটি ম্যাচে হেরে মায়ামি এখন পয়েন্ট তালিকার পাঁচে। কোনো পয়েন্ট তো তারা পায়নি, এমনকি তাদের নেট রানরেট -২.০৫০। টুর্নামেন্টে সাত দলের মধ্যে এখন পর্যন্ত সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ২ পয়েন্টের পাশাপাশি দলটির নেট রানরেট ৬.৫৫৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত