বৈরী আবহাওয়ায় পান চাষে লোকসানের আশঙ্কা
পানে দাগ পড়া, পাতা কোঁকড়ানো, গোড়া পচা রোগসহ পোকার আক্রমণে ক্ষতির শঙ্কায় পড়েছেন জামালপুরের চাষিরা। তাঁরা বলছেন, এমনিতেই বৈরী আবহাওয়ার কারণে পানের আকার ছোট হয়েছে। ফলে বাজারে দাম না থাকায় এ বছর বরজ টিকিয়ে রাখতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।