Ajker Patrika

সৌদিতে বিষাক্ত গ্যাসে বাংলাদেশির মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সৌদিতে বিষাক্ত গ্যাসে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে প্লাম্বারে পাইপ ফুটো হয়ে বিষাক্ত গ্যাসে নিশ্বাস বন্ধ হয়ে মাজেদ মিয়া (২২) নামের এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। গত রোববার বাংলাদেশি সময় বেলা ১টার দিকে ইয়াম্বুল শহরে এ দুর্ঘটনা ঘটে। মাজেদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার আমিনুর মণ্ডলের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর বাবা আমিনুল মণ্ডল।

জানা গেছে, ১৮ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মাজেদ। সেখানে প্লাম্বারের কাজ করতেন তিনি। ঘটনার দিন ইয়াম্বুল শহরে মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাসের পুরোনো একটি লাইন মেরামত করছিলেন তিনি। এ সময় গ্যাসের পাইপ লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে।

এতে নিশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাজেদ। বর্তমানে তাঁর লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে মাজেদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত আলী বলেন, ‘ঘটনাটি খুব দুঃখজনক। তাঁর পরিবারকে আমাদের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...