Ajker Patrika

১০৭ দফাদার ও গ্রামপুলিশ পরিবার নিয়ে বিপাকে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
১০৭ দফাদার ও গ্রামপুলিশ পরিবার নিয়ে বিপাকে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ১০৭ জন দফাদার ও গ্রামপুলিশ ১৩ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ছাড়া চার বছর দুই মাস ধরে থানা হাজিরার ভাতাও বন্ধ রয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।

উপজেলার যোগানিয়া ইউনিয়নের দফাদার দেলোয়ার হোসেন বলেন, ‘মাসে যে বেতন-ভাতা পাই তা দিয়া কোনো রহম সংসার চলে। কিন্তু ১৩ মাস ধরে ইউনিয়ন পরিষদ ও চার বছর দুই মাস ধরে থানা হাজিরার বেতন-ভাতা না পেয়ে খুব কষ্টে আছি। বাধ্য অইয়া ঋণ কইরা সংসার চালাইতাছি।’

বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন থানা শাখা সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ১২ জন দফাদার ও ৯৫ জন গ্রামপুলিশ রয়েছেন। একজন দফাদার মাসে সরকার থেকে ৩ হাজার ৫০০ টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে বেতন-ভাতা পান। এ ছাড়া থানা হাজিরা হিসেবে মাসে একজন দফাদার ও গ্রাম পুলিশ ১ হাজার ২০০ টাকা করে পেয়ে থাকেন।

অপরদিকে একজন গ্রামপুলিশ সরকারের কাছ থেকে ৩ হাজার ২৫০ টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার ২৫০ টাকা করে বেতন-ভাতা পান। সেই হিসাব অনুয়ায়ী একজন দফাদার মাসে ৮ হাজার ২০০ টাকা ও একজন গ্রামপুলিশ ৭ হাজার ৬০০ টাকা পেয়ে থাকেন।

উপজেলার দফাদার ও গ্রামপুলিশ সদস্যরা জানান, গত ১৩ মাসে ইউনিয়ন পরিষদের কাছ থেকে একজন দফাদারের বেতন-ভাতা বকেয়া রয়েছে ৪৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ১৩ মাসে একজন গ্রামপুলিশের বকেয়া রয়েছে ৪২ হাজার ২৫০ টাকা।  

একইভাবে চার বছর দুই মাস ধরে থানা হাজিরা হিসেবে প্রতিজন দফাদার ও গ্রামপুলিশের বকেয়া রয়েছে ৬৫ হাজার ১০০ টাকা করে।

বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন থানা শাখার সভাপতি ও নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আবদুল আওয়াল বলেন, ‘সংসার চালাতে এ পর্যন্ত দুদফায় ৭০ হাজার টাকা ঋণ করেছি। এ সমস্যা শুধু আমার একার না, সব দফাদার ও গ্রামপুলিশের।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, মূলত সাব-রেজিস্ট্রার অফিসের এক শতাংশ টাকা থেকে ইউনিয়ন পরিষদের সচিব, দফাদার ও গ্রামপুলিশের বেতন-ভাতা দেওয়া হয়। মূলত ফান্ডে টাকা না থাকায় বকেয়া বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত