Ajker Patrika

১০৭ দফাদার ও গ্রামপুলিশ পরিবার নিয়ে বিপাকে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
১০৭ দফাদার ও গ্রামপুলিশ পরিবার নিয়ে বিপাকে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ১০৭ জন দফাদার ও গ্রামপুলিশ ১৩ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ ছাড়া চার বছর দুই মাস ধরে থানা হাজিরার ভাতাও বন্ধ রয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।

উপজেলার যোগানিয়া ইউনিয়নের দফাদার দেলোয়ার হোসেন বলেন, ‘মাসে যে বেতন-ভাতা পাই তা দিয়া কোনো রহম সংসার চলে। কিন্তু ১৩ মাস ধরে ইউনিয়ন পরিষদ ও চার বছর দুই মাস ধরে থানা হাজিরার বেতন-ভাতা না পেয়ে খুব কষ্টে আছি। বাধ্য অইয়া ঋণ কইরা সংসার চালাইতাছি।’

বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন থানা শাখা সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ১২ জন দফাদার ও ৯৫ জন গ্রামপুলিশ রয়েছেন। একজন দফাদার মাসে সরকার থেকে ৩ হাজার ৫০০ টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে বেতন-ভাতা পান। এ ছাড়া থানা হাজিরা হিসেবে মাসে একজন দফাদার ও গ্রাম পুলিশ ১ হাজার ২০০ টাকা করে পেয়ে থাকেন।

অপরদিকে একজন গ্রামপুলিশ সরকারের কাছ থেকে ৩ হাজার ২৫০ টাকা ও ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার ২৫০ টাকা করে বেতন-ভাতা পান। সেই হিসাব অনুয়ায়ী একজন দফাদার মাসে ৮ হাজার ২০০ টাকা ও একজন গ্রামপুলিশ ৭ হাজার ৬০০ টাকা পেয়ে থাকেন।

উপজেলার দফাদার ও গ্রামপুলিশ সদস্যরা জানান, গত ১৩ মাসে ইউনিয়ন পরিষদের কাছ থেকে একজন দফাদারের বেতন-ভাতা বকেয়া রয়েছে ৪৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ১৩ মাসে একজন গ্রামপুলিশের বকেয়া রয়েছে ৪২ হাজার ২৫০ টাকা।  

একইভাবে চার বছর দুই মাস ধরে থানা হাজিরা হিসেবে প্রতিজন দফাদার ও গ্রামপুলিশের বকেয়া রয়েছে ৬৫ হাজার ১০০ টাকা করে।

বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন থানা শাখার সভাপতি ও নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের দফাদার মো. আবদুল আওয়াল বলেন, ‘সংসার চালাতে এ পর্যন্ত দুদফায় ৭০ হাজার টাকা ঋণ করেছি। এ সমস্যা শুধু আমার একার না, সব দফাদার ও গ্রামপুলিশের।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, মূলত সাব-রেজিস্ট্রার অফিসের এক শতাংশ টাকা থেকে ইউনিয়ন পরিষদের সচিব, দফাদার ও গ্রামপুলিশের বেতন-ভাতা দেওয়া হয়। মূলত ফান্ডে টাকা না থাকায় বকেয়া বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত