Ajker Patrika

ভূমি অধিগ্রহণ থেকে বেঁচে গেল ৫৬ কোটি টাকা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
ভূমি অধিগ্রহণ থেকে বেঁচে গেল ৫৬ কোটি টাকা

নেত্রকোনা-কলমাকান্দা সড়কে ভূমি অধিগ্রহণে ৫৬ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৯২৭ টাকা সরকারের সাশ্রয় হয়েছে। কোনোরকম জরিপ ছাড়াই ভূমি অধিগ্রহণে অনুমানের ভিত্তিতে ১০২ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দ দেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। জরিপ করতে না পারায় দুই বছর ধরে ভূমি অধিগ্রহণের অজুহাতে সড়কের কাজ বন্ধও থাকে। ফলে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের।

অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের দ্রুত জরিপ কাজ হয়। জরিপ শেষে সওজের বরাদ্দ করা থেকে ৫৬ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৯২৭ টাকা সরকারের সাশ্রয় হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সড়কের কাজ আবার চালু হওয়ায় জনগণের ভোগান্তি লাঘব হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৪ কিলোমিটার দীর্ঘ নেত্রকোনা-কলমাকান্দা সড়কে ১১টি সেতু নির্মাণ, অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজে জমি অধিগ্রহণ বাবদ সড়ক ও জনপথ বিভাগ থেকে ৩২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কেবল জমি অধিগ্রহণ বাবদ বরাদ্দ দেওয়া হয় ১০২ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৩৪৫ কোটি টাকা। অধিগ্রহণের জন্য কী পরিমাণ ভূমি প্রয়োজন, তা জরিপ না করেই মনগড়াভাবে ৫৯ দশমিক ৩৩৫০ একর ভূমি অধিগ্রহণের জন্য ওই টাকা বরাদ্দ দেয় সওজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত