ওয়ার্নের যে মেসেজ কখনো মুছবেন না গিলক্রিস্ট
ক্রিকেট দুনিয়ায় শেন ওয়ার্নের মৃত্যু অবিশ্বাসের ঘোর লাগিয়ে দিয়েছে। গত কদিনে ঘোর কাটিয়ে উঠলেও, অবিশ্বাসের ছায়া এখনো রয়ে গেছে। অস্ট্রেলিয়ানদের জন্য ব্যাপারটা মানা একটু কঠিনই, বিশেষ করে ওয়ার্নের সতীর্থদের। মৃত্যুর আগে এই কিংবদন্তির সঙ্গে ঘটে যাওয়া স্মৃতিগুলো চারণ করছেন অ্যাডাম গিলক্রিস্টের মতো কাছের সতী