Ajker Patrika

 ‘এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন’ 

 ‘এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন’ 

গোটা ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে দিয়ে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। গত শনিবার কিংবদন্তির মৃত্যু হয়েছে থাইল্যান্ডে নিজের ভিলায়। ওয়ার্নের মৃত্যুর খবর তাঁর পরিবারকে প্রথম জানান তাঁর দীর্ঘ দিনের ম্যানেজার জেমস এরসকাইন। তিনি জানিয়েছেন, ওয়ার্নের পরিবার এখনো মেনে নিতে পারছেন না তিনি নেই। 

ওয়ার্নের তিন সন্তান তাঁর হঠাৎ চলে যাওয়াকে দুঃস্বপ্ন বলে মনে করছেন বলে জানান এরসকাইন। তিনি বলেন, ‘আমি আজ ওদের সঙ্গে কথা বলেছি। ওয়ার্নের তিন সন্তান শোকে বিহ্বল। এই ঘটনাকে ওরা দুঃস্বপ্ন মনে করছে। তারা ভাবছে এই বুঝি বাড়িতে ফিরবে ওয়ার্ন।’ জ্যাকসন আমাকে বলেছে, ‘আমাদের তো মনে হচ্ছে এই বুঝি বাবা এসে দরজায় কড়া নাড়বেন। এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো।’ 

 ১৯৯৫ সালে সিমোনে কালাহানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ওয়ার্ন। ১০ বছর সংসার করার পরে ২০০৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সংসার জীবনে তাঁদের ঘর আলো করে আসে তিন সন্তান—সামার ওয়ার্ন, ব্রুক ওয়ার্ন ও জ্যাকসন ওয়ার্ন। কালাহানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও তিন সন্তানের সঙ্গে সব সময় যোগাযোগ ছিল ওয়ার্নের। 

এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর বাবা কিথ ওয়ার্নও। জেমস জানিয়েছেন, ওয়ার্নের বাবা কিথ এমনিতে খুব শক্ত মনের মানুষ। কিন্তু তিনিও ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন। তিনি বিশ্বাস করতে পারছে না ওয়ার্ন আর নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত