Ajker Patrika

বসুন্ধরায় খেলবেন আলোচিত প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিউবা মিচেল আগস্টেই আসছেন বাংলাদেশ। ছবি: সংগৃহীত
কিউবা মিচেল আগস্টেই আসছেন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে ১২ আগস্ট সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। ম্যাচটি হবে কাতারের দোহায়। সেই ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের বার্মিংহামে বড় হয়েছেন কিউবা। খেলেছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে। গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তাঁর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ হয়ে ২৫ ম্যাচ খেলেন তিনি। কিন্তু গত মৌসুম শেষ হওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি সান্ডারল্যান্ড। তাই নতুন ক্লাব খুঁজছিলেন এই মিডফিল্ডার।

সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। সেই দলে থাকার কথা রয়েছে কিউবার। এই দলে খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত