ল-র-ব-য-হ ডেস্ক
শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন।
১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না।
২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।
৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন।
৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি।
৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে।
৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না।
৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন।
৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন।
১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না।
২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।
৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন।
৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি।
৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে।
৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না।
৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন।
৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
২ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
২ দিন আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
২ দিন আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৫ দিন আগে