Ajker Patrika

কী সম্পদ রেখে গেলেন শেন ওয়ার্ন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ২৪
কী সম্পদ রেখে গেলেন শেন ওয়ার্ন

মা ব্রিগিট ও বাবা কিথ ওয়ার্ন দিব্যি সুস্থভাবে বেঁচে আছেন। নিয়তির নির্মমতায় এই দম্পতির বড় ছেলে শেন ওয়ার্ন তাঁদের ছেড়ে চলে গেলেন। দিয়ে গেলেন অঝোর বেদনা, রেখে গেলেন কত স্মৃতি। 

স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছিল। তিন সন্তান জ্যাকসন, সামার ও ব্রুকসকে আগলে রেখেছিলেন ওয়ার্নই। এবার তাদের দেখভালের দায়িত্ব গিয়ে পড়তে পারে ছোট ভাই জেসনের কাঁধে। 

সাধারণ এক পরিবারকে খ্যাতির ঊর্ধ্বে তোলা মানুষটিকে ছাড়া জীবন এগিয়ে নেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেলিব্রিটি নেট ওয়ার্থের এক প্রতিবেদন বলছে, মৃত্যুকালে ওয়ার্ন অন্তত ৫০ মিলিয়ন ডলার বা ৪৩২ কোটি ৭২ লাখ টাকার সম্পদ রেখে গেছেন। 

বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে আছে ওয়ার্নের এই সম্পদ। আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করার সুবাদে দশমিক ৭৫ শতাংশ মালিকানা পেয়েছিলেন এই অজি কিংবদন্তি। ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড আম্বাসেডর হয়ে সেটিকেই তিনি বাড়িয়ে করেছিলেন ৩ শতাংশ। রাজস্থানের ব্র্যান্ড ভ্যালু এখন ২ হাজার কোটি টাকার মতো। এর ৩ শতাংশ নেহাত কম নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত