ক্রীড়া ডেস্ক
শেন ওয়ার্নের মৃত্যুতে এখনো স্তব্ধ ক্রিকেট দুনিয়া। ক্রিকেটে ওয়ার্ন এমনই এক চরিত্র ছিলেন, তাঁর মৃত্যুশোক সহজে কাটার নয়। তাঁর মৃত্যুশোক মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চলছে আরও একটা। মোহালিতে ভারতের মোকাবিলা করছে শ্রীলঙ্কা।
চাইলে মোহালিতেই খুঁজে পাওয়া যাবে এক চিলতে ওয়ার্নকে! এখানেই যে খেলছেন কিংবদন্তি স্পিনারের ‘রকস্টার’। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়েছে ভারত। সেটা অবশ্য প্রথম দিন শেষেই বোঝা গিয়েছিল। তাতে আজ পূর্ণতা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ার--সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংসে প্রথম ইনিংসে ভারতকে ৫৭৪ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন জাদেজা।
এই জাদেজাই ওয়ার্নের ‘রকস্টার’। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই শিরোপা জিতেছিল দলটি। অধিনায়কের সঙ্গে রাজস্থানের কোচের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ওয়ার্নের ওই দলে ছিলেন তরুণ জাদেজা। জাদেজার প্রতিভা বুঝতে একদমই ভুল করেননি ওয়ার্ন।
জাদেজার নাম দিয়েছিলেন তাই ‘রকস্টার’। সে সময় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নামের সঙ্গে জাদেজার ব্যপারে উচ্ছ্বাসার কথা বলেছিলেন ওয়ার্ন। ভারতের ঘরোয়া ক্রিকেটে সত্যিকার অর্থেই রকস্টার ছিলেন জাদেজা। ব্যাটে-বলে সত্যিকারের এক অলরাউন্ডারের আগমনী বার্তাই পেয়েছিল ভারত। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিভার প্রমাণ দিতে না পেরে সবাইকে হতাশ করেন জাদেজা। তবে সে সময়টা পেছনে ফেলে এসেছেন তিনি।
গত পাঁচ বছরে তিন সংস্করণে অধিনায়কের অনাস্থা হননি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তারই ফল মোহালিতে ক্যারিয়ার-সেরা এই ইনিংস। ওপারে ওয়ার্ন নিশ্চয়ই ‘রকস্টারের ব্লকবাস্টার’ ইনিংসটা দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন!
শেন ওয়ার্নের মৃত্যুতে এখনো স্তব্ধ ক্রিকেট দুনিয়া। ক্রিকেটে ওয়ার্ন এমনই এক চরিত্র ছিলেন, তাঁর মৃত্যুশোক সহজে কাটার নয়। তাঁর মৃত্যুশোক মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চলছে আরও একটা। মোহালিতে ভারতের মোকাবিলা করছে শ্রীলঙ্কা।
চাইলে মোহালিতেই খুঁজে পাওয়া যাবে এক চিলতে ওয়ার্নকে! এখানেই যে খেলছেন কিংবদন্তি স্পিনারের ‘রকস্টার’। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়েছে ভারত। সেটা অবশ্য প্রথম দিন শেষেই বোঝা গিয়েছিল। তাতে আজ পূর্ণতা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ার--সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংসে প্রথম ইনিংসে ভারতকে ৫৭৪ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন জাদেজা।
এই জাদেজাই ওয়ার্নের ‘রকস্টার’। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই শিরোপা জিতেছিল দলটি। অধিনায়কের সঙ্গে রাজস্থানের কোচের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ওয়ার্নের ওই দলে ছিলেন তরুণ জাদেজা। জাদেজার প্রতিভা বুঝতে একদমই ভুল করেননি ওয়ার্ন।
জাদেজার নাম দিয়েছিলেন তাই ‘রকস্টার’। সে সময় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নামের সঙ্গে জাদেজার ব্যপারে উচ্ছ্বাসার কথা বলেছিলেন ওয়ার্ন। ভারতের ঘরোয়া ক্রিকেটে সত্যিকার অর্থেই রকস্টার ছিলেন জাদেজা। ব্যাটে-বলে সত্যিকারের এক অলরাউন্ডারের আগমনী বার্তাই পেয়েছিল ভারত। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিভার প্রমাণ দিতে না পেরে সবাইকে হতাশ করেন জাদেজা। তবে সে সময়টা পেছনে ফেলে এসেছেন তিনি।
গত পাঁচ বছরে তিন সংস্করণে অধিনায়কের অনাস্থা হননি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তারই ফল মোহালিতে ক্যারিয়ার-সেরা এই ইনিংস। ওপারে ওয়ার্ন নিশ্চয়ই ‘রকস্টারের ব্লকবাস্টার’ ইনিংসটা দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন!
ইনিংসে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর কাছে নতুন কিছু নয়। ভারতের জার্সিতে এই নিয়ে তিনবার ইনিংসে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে গতকাল দুবাইয়ে দিশেহারা হয়ে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। অথচ এই ম্যাচ খেলার সময়ই কি না বরুণ নার্ভাস ছিলেন!
২৬ মিনিট আগেভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১১ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৭ ঘণ্টা আগে