Ajker Patrika

মৃত্যুর পরদিনই ওয়ার্নের ‘রকস্টার’ খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস 

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৫: ২৩
মৃত্যুর পরদিনই ওয়ার্নের ‘রকস্টার’ খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস 

শেন ওয়ার্নের মৃত্যুতে এখনো স্তব্ধ ক্রিকেট দুনিয়া। ক্রিকেটে ওয়ার্ন এমনই এক চরিত্র ছিলেন, তাঁর মৃত্যুশোক সহজে কাটার নয়। তাঁর মৃত্যুশোক মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চলছে আরও একটা। মোহালিতে ভারতের মোকাবিলা করছে শ্রীলঙ্কা। 

চাইলে মোহালিতেই খুঁজে পাওয়া যাবে এক চিলতে ওয়ার্নকে! এখানেই যে খেলছেন কিংবদন্তি স্পিনারের ‘রকস্টার’। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়েছে ভারত। সেটা অবশ্য প্রথম দিন শেষেই বোঝা গিয়েছিল। তাতে আজ পূর্ণতা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ার--সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংসে প্রথম ইনিংসে ভারতকে ৫৭৪ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন জাদেজা। 

এই জাদেজাই ওয়ার্নের ‘রকস্টার’। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই শিরোপা জিতেছিল দলটি। অধিনায়কের সঙ্গে রাজস্থানের কোচের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ওয়ার্নের ওই দলে ছিলেন তরুণ জাদেজা। জাদেজার প্রতিভা বুঝতে একদমই ভুল করেননি ওয়ার্ন। 

জাদেজার নাম দিয়েছিলেন তাই ‘রকস্টার’। সে সময় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নামের সঙ্গে জাদেজার ব্যপারে উচ্ছ্বাসার কথা বলেছিলেন ওয়ার্ন। ভারতের ঘরোয়া ক্রিকেটে সত্যিকার অর্থেই রকস্টার ছিলেন জাদেজা। ব্যাটে-বলে সত্যিকারের এক অলরাউন্ডারের আগমনী বার্তাই পেয়েছিল ভারত। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিভার প্রমাণ দিতে না পেরে সবাইকে হতাশ করেন জাদেজা। তবে সে সময়টা পেছনে ফেলে এসেছেন তিনি। 

গত পাঁচ বছরে তিন সংস্করণে অধিনায়কের অনাস্থা হননি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তারই ফল মোহালিতে ক্যারিয়ার-সেরা এই ইনিংস। ওপারে ওয়ার্ন নিশ্চয়ই ‘রকস্টারের ব্লকবাস্টার’ ইনিংসটা দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত