নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১২৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।ঠিক সেই মুহূর্তে একা হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন সামিউন। তাঁর ৩৯ বলে ৪৫ রানের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা।
প্রোটিয়ারা টস জিতে ব্যাটিংয়ে গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস (২৬) ও ড্যানিয়েল বোসম্যান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও, বাংলাদেশের পেসার আল ফাহাদের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ ওভারে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন ফাহাদ। সামিউন ১০ রানে ও স্বাধীন ইসলাম ৫ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে বাংলাদেশকেও ধুকতে হয়েছে। জাওয়াদ আবরার ও রিফাত বেগ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ফেরেন মাত্র ৫ রানে। তাসের ঘরের মতো ভেঙে পড়ায় জয় তখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু সামিউন হারার আগে হার মানেননি! ভয়ডরহীন ব্যাটিংয়ে ১২৮ বল হাতে রেখে জয়ের আনন্দে ভাসালেন বাংলাদেশকে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১২৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।ঠিক সেই মুহূর্তে একা হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন সামিউন। তাঁর ৩৯ বলে ৪৫ রানের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা।
প্রোটিয়ারা টস জিতে ব্যাটিংয়ে গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস (২৬) ও ড্যানিয়েল বোসম্যান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও, বাংলাদেশের পেসার আল ফাহাদের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ ওভারে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন ফাহাদ। সামিউন ১০ রানে ও স্বাধীন ইসলাম ৫ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে বাংলাদেশকেও ধুকতে হয়েছে। জাওয়াদ আবরার ও রিফাত বেগ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ফেরেন মাত্র ৫ রানে। তাসের ঘরের মতো ভেঙে পড়ায় জয় তখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু সামিউন হারার আগে হার মানেননি! ভয়ডরহীন ব্যাটিংয়ে ১২৮ বল হাতে রেখে জয়ের আনন্দে ভাসালেন বাংলাদেশকে।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৮ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১০ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
১২ ঘণ্টা আগে