Ajker Patrika

সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের যুবাদের নাটকীয় জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২০: ৫০
উইকেট শিকারের পর বাংলাদেশের যুবাদের উচ্ছ্বাস
উইকেট শিকারের পর বাংলাদেশের যুবাদের উচ্ছ্বাস

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

১২৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।ঠিক সেই মুহূর্তে একা হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন সামিউন। তাঁর ৩৯ বলে ৪৫ রানের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা।

প্রোটিয়ারা টস জিতে ব্যাটিংয়ে গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস (২৬) ও ড্যানিয়েল বোসম্যান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও, বাংলাদেশের পেসার আল ফাহাদের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ ওভারে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন ফাহাদ। সামিউন ১০ রানে ও স্বাধীন ইসলাম ৫ রানে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশকেও ধুকতে হয়েছে। জাওয়াদ আবরার ও রিফাত বেগ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ফেরেন মাত্র ৫ রানে। তাসের ঘরের মতো ভেঙে পড়ায় জয় তখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু সামিউন হারার আগে হার মানেননি! ভয়ডরহীন ব্যাটিংয়ে ১২৮ বল হাতে রেখে জয়ের আনন্দে ভাসালেন বাংলাদেশকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত