ক্রীড়া ডেস্ক
ওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
ক্যারিবিয়ান কিংবদন্তি সোবার্স ৮ হাজার ৩১ রানের সঙ্গে ২৩৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। ক্যালিস অবশ্য নিজেকে আরও উঁচুতে নিয়ে যান। ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি প্রোটিয়া কিংবদন্তি নিয়েছেন ২৯২ উইকেট।
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলার আগে ইংলিশ অধিনায়কের রান ছিল ৬ হাজার ৮৯১। প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট পান তিনি। ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তাও দুই বছর আগে।
এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার স্টোকস। তাঁর আগে এই কীর্তি ছুঁয়েছেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন। তাঁরা কেউই দেড়শ রানসহ ৫ উইকেট নিতে পারেননি। স্টোকসের সামনে সেই সুযোগ ছিল । কিন্তু ১৪১ রানে কাটা পড়েন তিনি। তবে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এই ক্লাবে যুক্ত হতে পারার স্বাদ নিচ্ছেন তিনি।
স্টোকসের সেঞ্চুরির পর ইংল্যান্ড প্রথম ইনিংসে থামে ৬৬৯ রানের পাহাড় গড়ে। ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে। ইনিংস হার চোখ রাঙাচ্ছে তাদের। মধ্যাহ্নভোজের আগে প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে শূন্য রানে সাজঘরে ফেরান ক্রিস ওকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২ রান তুলেছে সফরকারীরা। লোকেশ রাহুল ৯ ও অধিনায়ক শুবমান গিল ব্যাট করছেন ১৩ রানে।
৭ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাব
ক্রিকেটার রান উইকেট
গ্যারি সোবার্স ৮০৩২ ২৩৫
জ্যাক ক্যালিস ১৩২৮৯ ২৯২
বেন স্টোকস ৭০৩২ ২২৯
ওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
ক্যারিবিয়ান কিংবদন্তি সোবার্স ৮ হাজার ৩১ রানের সঙ্গে ২৩৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন। ক্যালিস অবশ্য নিজেকে আরও উঁচুতে নিয়ে যান। ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি প্রোটিয়া কিংবদন্তি নিয়েছেন ২৯২ উইকেট।
ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলার আগে ইংলিশ অধিনায়কের রান ছিল ৬ হাজার ৮৯১। প্রথম ইনিংসে বল হাতে ৭২ রানে ৫ উইকেট পান তিনি। ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তাও দুই বছর আগে।
এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়া চতুর্থ ইংলিশ ক্রিকেটার স্টোকস। তাঁর আগে এই কীর্তি ছুঁয়েছেন টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসন। তাঁরা কেউই দেড়শ রানসহ ৫ উইকেট নিতে পারেননি। স্টোকসের সামনে সেই সুযোগ ছিল । কিন্তু ১৪১ রানে কাটা পড়েন তিনি। তবে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এই ক্লাবে যুক্ত হতে পারার স্বাদ নিচ্ছেন তিনি।
স্টোকসের সেঞ্চুরির পর ইংল্যান্ড প্রথম ইনিংসে থামে ৬৬৯ রানের পাহাড় গড়ে। ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত ফের ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে। ইনিংস হার চোখ রাঙাচ্ছে তাদের। মধ্যাহ্নভোজের আগে প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে শূন্য রানে সাজঘরে ফেরান ক্রিস ওকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২ রান তুলেছে সফরকারীরা। লোকেশ রাহুল ৯ ও অধিনায়ক শুবমান গিল ব্যাট করছেন ১৩ রানে।
৭ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাব
ক্রিকেটার রান উইকেট
গ্যারি সোবার্স ৮০৩২ ২৩৫
জ্যাক ক্যালিস ১৩২৮৯ ২৯২
বেন স্টোকস ৭০৩২ ২২৯
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৮ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১০ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
১২ ঘণ্টা আগে