ক্রীড়া ডেস্ক
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, কিন্তু কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তা জানানো হয়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি এক টুইটার পোস্টে আসন্ন টুর্নামেন্টের সূচি দিয়েছেন। পরে বিজ্ঞপ্তি আকারেও তা এসেছে সংবাদমাধ্যমের কাছে। তবে কোন ম্যাচ কোথায় হবে কোথাও তাঁর উল্লেখ নেই।
টুর্নামেন্টের সূচি নিয়ে যে এসিসির বিজ্ঞপ্তি দিয়েছে এসিসি, সেখানে নাকভির কথাও আছে। নাকভি বলেছেন, ‘২০২৫ ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হওয়ায় এশিয়ার নানা প্রান্তের ভক্তরা একত্রিত হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের বিস্ময়কর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। দর্শকেরা যখন এই টুর্নামেন্টের অবিস্মরণীয় লড়াইগুলো দেখতে একত্রিত হবেন, সেটি হবে ক্রিকেট ঐক্যের দারুণ এক সেতুবন্ধন।’
নাকভিও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের দুই ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ভেন্যু দুটি হচ্ছে দুবাই ও আবুধাবি। ভেন্যু চূড়ান্তের আগে আয়োজক দেশের বোর্ডের সঙ্গে কথা বলার ব্যাপার-স্যাপার থাকায় হয়তো সূচির সঙ্গে ভেন্যুর উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি ম্যাচের সময়ও।
২টি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল খেলবে এশিয়া কাপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর বাংলাদেশের ‘বি’ গ্রুপের অন্য তিন দল হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ওই ম্যাচের আগে তিন দিনের বিরতি পাবে ভারত। পাকিস্তান পাবে মাত্র এক দিন। সূচিতে ভারতকে তাই ‘সুবিধা’ দেওয়ার কথা বলছেন কেউ কেউ।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, কিন্তু কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তা জানানো হয়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি এক টুইটার পোস্টে আসন্ন টুর্নামেন্টের সূচি দিয়েছেন। পরে বিজ্ঞপ্তি আকারেও তা এসেছে সংবাদমাধ্যমের কাছে। তবে কোন ম্যাচ কোথায় হবে কোথাও তাঁর উল্লেখ নেই।
টুর্নামেন্টের সূচি নিয়ে যে এসিসির বিজ্ঞপ্তি দিয়েছে এসিসি, সেখানে নাকভির কথাও আছে। নাকভি বলেছেন, ‘২০২৫ ছেলেদের টি-টোয়েন্টি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হওয়ায় এশিয়ার নানা প্রান্তের ভক্তরা একত্রিত হতে পারবেন এমন এক পরিবেশে, যা আমাদের অঞ্চলের বিস্ময়কর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। দর্শকেরা যখন এই টুর্নামেন্টের অবিস্মরণীয় লড়াইগুলো দেখতে একত্রিত হবেন, সেটি হবে ক্রিকেট ঐক্যের দারুণ এক সেতুবন্ধন।’
নাকভিও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে কিছু বলেনি। তবে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের দুই ভেন্যুতে হবে টুর্নামেন্ট। ভেন্যু দুটি হচ্ছে দুবাই ও আবুধাবি। ভেন্যু চূড়ান্তের আগে আয়োজক দেশের বোর্ডের সঙ্গে কথা বলার ব্যাপার-স্যাপার থাকায় হয়তো সূচির সঙ্গে ভেন্যুর উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়নি ম্যাচের সময়ও।
২টি গ্রুপে ভাগ হয়ে ৮টি দল খেলবে এশিয়া কাপে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর বাংলাদেশের ‘বি’ গ্রুপের অন্য তিন দল হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ওই ম্যাচের আগে তিন দিনের বিরতি পাবে ভারত। পাকিস্তান পাবে মাত্র এক দিন। সূচিতে ভারতকে তাই ‘সুবিধা’ দেওয়ার কথা বলছেন কেউ কেউ।
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১২ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১২ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
১৪ ঘণ্টা আগে