ক্রিকেট দুনিয়ায় শেন ওয়ার্নের মৃত্যু অবিশ্বাসের ঘোর লাগিয়ে দিয়েছে। গত কদিনে ঘোর কাটিয়ে উঠলেও অবিশ্বাসের ছায়া এখনো রয়ে গেছে। অস্ট্রেলিয়ানদের জন্য ব্যাপারটা মানা একটু কঠিনই, বিশেষ করে ওয়ার্নের সতীর্থদের। মৃত্যুর আগে এই কিংবদন্তির সঙ্গে ঘটে যাওয়া স্মৃতিগুলো চারণ করছেন অ্যাডাম গিলক্রিস্টের মতো কাছের সতীর্থরা।
ওয়ার্নের মৃত্যুর আগের দিন পৃথিবীর মায়া ত্যাগ করেন আরেক অজি কিংবদন্তি রডনি মার্শ। মার্শের মৃত্যু নিয়েই ওয়ার্নের সঙ্গে শেষবার কথা হয় গিলক্রিস্টের, ওয়ার্নের মৃত্যুর আট ঘণ্টা আগে। ক্রিকেট-জীবনে নিজের আদর্শ নিয়ে হৃদয়বিদারক শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন গিলক্রিস্ট। সেই শ্রদ্ধাঞ্জলি নিয়ে তাঁকে মেসেজ দেন ওয়ার্ন।
ক্রিকেট ক্যারিয়ারের সোনালি সময়গুলো উইকেটের পেছন থেকে ওয়ার্নের সঙ্গে ভাগাভাগি করেছিলেন গিলক্রিস্ট। মৃত্যুর পর ওয়ার্নের সঙ্গে সর্বশেষ কথোপকথন নিয়ে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলা উইকেটকিপার বলছিলেন, ‘আমি ওয়ার্নের সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলাম এবং ও আমাকে সম্প্রতি একটা মেসেজও পাঠিয়েছিল। আমার যত দূর মনে হচ্ছে, সেটা ওর মৃত্যুর প্রায় আট ঘণ্টা আগে।’
গিলক্রিস্ট আরও বলছিলেন, ‘ও (ওয়ার্ন) আমাকে লিখেছিল, চার্চ (গিলক্রিস্টের ডাকনাম), রডকে দারুণ শ্রদ্ধাঞ্জলি দিয়েছ। আমি রডের মৃত্যুর পর একটা ভয়েস ওভার করি এবং সেটা আমার সৌভাগ্য। আমরা তখনো আমার ছোটবেলার হিরো রড মার্শের মৃত্যুই মেনে নিতে পারছিলাম না। ওয়ার্নি আমাকে ওই ভয়েস ওভারের জন্যই বাহবা দিয়েছিল। এটাই আমাদের শেষ কথা। এই মেসেজ আমি জীবনে মুছব না।’
ক্রিকেট দুনিয়ায় শেন ওয়ার্নের মৃত্যু অবিশ্বাসের ঘোর লাগিয়ে দিয়েছে। গত কদিনে ঘোর কাটিয়ে উঠলেও অবিশ্বাসের ছায়া এখনো রয়ে গেছে। অস্ট্রেলিয়ানদের জন্য ব্যাপারটা মানা একটু কঠিনই, বিশেষ করে ওয়ার্নের সতীর্থদের। মৃত্যুর আগে এই কিংবদন্তির সঙ্গে ঘটে যাওয়া স্মৃতিগুলো চারণ করছেন অ্যাডাম গিলক্রিস্টের মতো কাছের সতীর্থরা।
ওয়ার্নের মৃত্যুর আগের দিন পৃথিবীর মায়া ত্যাগ করেন আরেক অজি কিংবদন্তি রডনি মার্শ। মার্শের মৃত্যু নিয়েই ওয়ার্নের সঙ্গে শেষবার কথা হয় গিলক্রিস্টের, ওয়ার্নের মৃত্যুর আট ঘণ্টা আগে। ক্রিকেট-জীবনে নিজের আদর্শ নিয়ে হৃদয়বিদারক শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন গিলক্রিস্ট। সেই শ্রদ্ধাঞ্জলি নিয়ে তাঁকে মেসেজ দেন ওয়ার্ন।
ক্রিকেট ক্যারিয়ারের সোনালি সময়গুলো উইকেটের পেছন থেকে ওয়ার্নের সঙ্গে ভাগাভাগি করেছিলেন গিলক্রিস্ট। মৃত্যুর পর ওয়ার্নের সঙ্গে সর্বশেষ কথোপকথন নিয়ে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলা উইকেটকিপার বলছিলেন, ‘আমি ওয়ার্নের সঙ্গে এক সপ্তাহ আগে কথা বলেছিলাম এবং ও আমাকে সম্প্রতি একটা মেসেজও পাঠিয়েছিল। আমার যত দূর মনে হচ্ছে, সেটা ওর মৃত্যুর প্রায় আট ঘণ্টা আগে।’
গিলক্রিস্ট আরও বলছিলেন, ‘ও (ওয়ার্ন) আমাকে লিখেছিল, চার্চ (গিলক্রিস্টের ডাকনাম), রডকে দারুণ শ্রদ্ধাঞ্জলি দিয়েছ। আমি রডের মৃত্যুর পর একটা ভয়েস ওভার করি এবং সেটা আমার সৌভাগ্য। আমরা তখনো আমার ছোটবেলার হিরো রড মার্শের মৃত্যুই মেনে নিতে পারছিলাম না। ওয়ার্নি আমাকে ওই ভয়েস ওভারের জন্যই বাহবা দিয়েছিল। এটাই আমাদের শেষ কথা। এই মেসেজ আমি জীবনে মুছব না।’
বেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩১ মিনিট আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
৩ ঘণ্টা আগে