ক্রীড়া ডেস্ক
শেন ওয়ার্ন নামটি উঠলেই সামনে হাজির হন বেশ স্বাস্থ্যবান একজন মানুষ, বলা হাতে যিনি জাদু দেখাতে পারেন ২২ গজে। এই শেন ওয়ার্ন বয়সের সঙ্গে সঙ্গে মুটিয়ে গিয়েছিলেন বেশ। আমোদে মেতে থাকা মানুষের তো এমন একটু হতেই পারে। এ নিয়ে তেমন ভাবান্তর তাঁর ছিল না বলেই মনে হতে পারে। কিন্তু এই কিছুদিন আগেই মেদ ঝরানোর প্রকল্প নিয়েছিলেন এই কিংবদন্তি।
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা এই লেগি কিছুদিন আগে নিজের মেদ ঝরানোর প্রকল্পের কথা জানিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি করা এক টুইটে ওয়ার্ন জানান, মেদ কমাতে অভিযানে নেমেছেন তিনি। এরই মধ্যে এই অভিযানে ১০ দিন কাজ করেছেন। আগামী জুলাইয়ের মধ্যে তিনি কয়েক বছর আগের ফিটনেস ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন সেই টুইটে।ওই টুইটে ওয়ার্ন হেলদি, ফিটনেস, ফিলগুডফ্রাইডে ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করেন। সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজের ফিট শরীরের একটি ছবিও। সেখানে বেশ ঝরঝরে ওয়ার্নের দেখা পাওয়া যায়। তবে ওই ছবিটি ঠিক কোন সময়ের সে বিষয়ে কিছু বলেননি টুইটে।
শতাব্দীর সেরা বল করার গৌরব-পালক যার মুকুটে সেই ওয়ার্ন আজ শুক্রবার ৫২ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবরটি জানায়।
শেন ওয়ার্ন নামটি উঠলেই সামনে হাজির হন বেশ স্বাস্থ্যবান একজন মানুষ, বলা হাতে যিনি জাদু দেখাতে পারেন ২২ গজে। এই শেন ওয়ার্ন বয়সের সঙ্গে সঙ্গে মুটিয়ে গিয়েছিলেন বেশ। আমোদে মেতে থাকা মানুষের তো এমন একটু হতেই পারে। এ নিয়ে তেমন ভাবান্তর তাঁর ছিল না বলেই মনে হতে পারে। কিন্তু এই কিছুদিন আগেই মেদ ঝরানোর প্রকল্প নিয়েছিলেন এই কিংবদন্তি।
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা এই লেগি কিছুদিন আগে নিজের মেদ ঝরানোর প্রকল্পের কথা জানিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি করা এক টুইটে ওয়ার্ন জানান, মেদ কমাতে অভিযানে নেমেছেন তিনি। এরই মধ্যে এই অভিযানে ১০ দিন কাজ করেছেন। আগামী জুলাইয়ের মধ্যে তিনি কয়েক বছর আগের ফিটনেস ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন সেই টুইটে।ওই টুইটে ওয়ার্ন হেলদি, ফিটনেস, ফিলগুডফ্রাইডে ইত্যাদি হ্যাশট্যাগও ব্যবহার করেন। সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজের ফিট শরীরের একটি ছবিও। সেখানে বেশ ঝরঝরে ওয়ার্নের দেখা পাওয়া যায়। তবে ওই ছবিটি ঠিক কোন সময়ের সে বিষয়ে কিছু বলেননি টুইটে।
শতাব্দীর সেরা বল করার গৌরব-পালক যার মুকুটে সেই ওয়ার্ন আজ শুক্রবার ৫২ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবরটি জানায়।
ইনিংসে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর কাছে নতুন কিছু নয়। ভারতের জার্সিতে এই নিয়ে তিনবার ইনিংসে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে গতকাল দুবাইয়ে দিশেহারা হয়ে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। অথচ এই ম্যাচ খেলার সময়ই কি না বরুণ নার্ভাস ছিলেন!
২৫ মিনিট আগেভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১১ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৭ ঘণ্টা আগে