শেন ওয়ার্নের মরদেহের ময়নাতদন্তের সব প্রস্তুতি শেষ হয়েছে। কিংবদন্তির মৃতদেহ এখন রাখা হয়েছে থাইল্যান্ডের কো সামুইয়ের সুরাথানি হাসপাতালে। ময়নাতদন্তের ফল এখনো পুরোপুরি জানা না গেলেও অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়েছেন থাই পুলিশ। আর ওয়ার্নের ম্যানেজার জেমন এরসকাইন জানালেন তাঁর অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কথা।
শুরু থেকেই ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকেই ওয়ার্ন মারা গেছেন। এমনিতেই হাঁপানি ও হার্টের অসুখ ছিল তাঁর। এসবের সঙ্গে অদ্ভুত খাদ্যাভ্যাসও তার হার্ট অ্যাটাকের জন্য দায়ী বলে মনে করছেন অনেকে। অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল নাইন টুডেকে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমন এরসকাইন জানিয়েছেন তার অদ্ভুত খাদ্যাভ্যাসের কথা, ‘সে অদ্ভুত ধরনের ডায়েট অনুসরণ করছিল। এমনও হয়েছে টানা ১৪ দিন সে শুধু পানীয় পান করেই কাটিয়ে দিত। মৃত্যুর আগেও সে এমন ডায়েট অনুসরণ করছিল।’
ওয়ার্নের খাদ্যাভ্যাস স্বাভাবিক ছিল না বলেও জানান এরসকাইন। ৫২ বছরের জীবনের অধিকাংশ সময়ই টানা ধূমপান করেছেন ওয়ার্ন। মদ্যপানও করতেন নিয়মিত। এসব থেকেই হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা এরসকাইনের। তবে থাই পুলিশ অবশ্য জানিয়েছে, ভিলার ভেতরে কোনো অ্যালকোহল ও সিগারেট পাওয়া যায়নি।
এদিকে ময়নাতদন্ত শেষে থাই পুলিশের মুখপাত্র অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘আমরা তেমন কিছু পাইনি। হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও দেখা হয়েছে। সেখানেও সন্দেহজনক কিছু মেলেনি।’
শেন ওয়ার্নের মরদেহের ময়নাতদন্তের সব প্রস্তুতি শেষ হয়েছে। কিংবদন্তির মৃতদেহ এখন রাখা হয়েছে থাইল্যান্ডের কো সামুইয়ের সুরাথানি হাসপাতালে। ময়নাতদন্তের ফল এখনো পুরোপুরি জানা না গেলেও অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়েছেন থাই পুলিশ। আর ওয়ার্নের ম্যানেজার জেমন এরসকাইন জানালেন তাঁর অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কথা।
শুরু থেকেই ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকেই ওয়ার্ন মারা গেছেন। এমনিতেই হাঁপানি ও হার্টের অসুখ ছিল তাঁর। এসবের সঙ্গে অদ্ভুত খাদ্যাভ্যাসও তার হার্ট অ্যাটাকের জন্য দায়ী বলে মনে করছেন অনেকে। অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল নাইন টুডেকে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমন এরসকাইন জানিয়েছেন তার অদ্ভুত খাদ্যাভ্যাসের কথা, ‘সে অদ্ভুত ধরনের ডায়েট অনুসরণ করছিল। এমনও হয়েছে টানা ১৪ দিন সে শুধু পানীয় পান করেই কাটিয়ে দিত। মৃত্যুর আগেও সে এমন ডায়েট অনুসরণ করছিল।’
ওয়ার্নের খাদ্যাভ্যাস স্বাভাবিক ছিল না বলেও জানান এরসকাইন। ৫২ বছরের জীবনের অধিকাংশ সময়ই টানা ধূমপান করেছেন ওয়ার্ন। মদ্যপানও করতেন নিয়মিত। এসব থেকেই হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা এরসকাইনের। তবে থাই পুলিশ অবশ্য জানিয়েছে, ভিলার ভেতরে কোনো অ্যালকোহল ও সিগারেট পাওয়া যায়নি।
এদিকে ময়নাতদন্ত শেষে থাই পুলিশের মুখপাত্র অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘আমরা তেমন কিছু পাইনি। হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও দেখা হয়েছে। সেখানেও সন্দেহজনক কিছু মেলেনি।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৫ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
৫ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
৫ ঘণ্টা আগে