সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন কিয়ারা
বলিউডের প্রথম ডন অমিতাভ বচ্চন, দ্বিতীয় ডন শাহরুখ খান। গত বছর যখন নতুন ডন হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করেন প্রযোজক ও পরিচালক ফারহান আখতার, অনেকেই তা মেনে নিতে পারেননি। পক্ষে-বিপক্ষে অনলাইন-অফলাইনে ঝড় উঠেছিল। তবে ফারহান ও রণবীর বারবার দর্শকদের আশ্বস্ত করেছেন, ডন চরিত্রের সঙ্গে তাঁরা সুবিচারই করবেন।