Ajker Patrika

‘পাঠান ২’ নিয়ে আসছেন শাহরুখ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ১৩
‘পাঠান ২’ নিয়ে আসছেন শাহরুখ

চার বছর পর শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তন, সিনেমা নিয়ে বিতর্ক, ভারতজুড়ে উত্তেজনা—সবই হয়েছে। কিন্তু বক্স অফিসে বলিউড বাদশাহর দাপট কেউ থামাতে পারেনি। ‘পাঠান’ দিয়েই যেন গতিতে ফিরেছে বলিউড বক্স অফিস।

এর পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে পরিকল্পনা করা হয় সবচেয়ে বড় অ্যাকশন ড্রামার। ‘টাইগার ভার্সেস পাঠান’ শিরোনামের সিনেমাটিতে মুখোমুখি হওয়ার কথা সালমান আর শাহরুখের, যার শুটিং শুরু হওয়ার প্রাথমিক শিডিউল করা হয় ২০২৪ সালের শেষে। তবে পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির আগেই ‘পাঠান ২’ আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের শেষ থেকেই ‘পাঠান ২’ চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। এমনকি আদিত্য চোপড়া ও শাহরুখ খান দুজনেই চাইছেন এ বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করতে। সবকিছু ঠিক থাকলে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হে’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘ওয়ার ২’ ও আলিয়া ভাটের নাম না ঘোষণা করা সিনেমার পর ‘পাঠান ২’ সিনেমা হতে যাচ্ছে যশরাজ স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা।

‘পাঠান’ চরিত্রে শাহরুখ। ছবি: সংগৃহীতউল্লেখ্য, ‘পাঠান’ সিনেমা সর্বোচ্চ আয়কারী বলিউডের চলচ্চিত্রের একটি। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। গত বছরের ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

 ‘পাঠান’ চরিত্রে শাহরুখ। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত