Ajker Patrika

শাহরুখ-সালমানসহ পর্দায় আসতে চান আমির

বিনোদন ডেস্ক
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৩: ৫৩
Thumbnail image

গতকাল বৃহস্পতিবার ছিল আমির খানের ৫৯তম জন্মদিন। জন্মদিনের সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কেক কাটেন তিনি। সেই সময় তাঁর পাশে ছিলেন সাবেক দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তবে সেখানে অনেকের প্রশ্ন, আমিরের জন্মদিনে শাহরুখ আর সালমান খান কীভাবে শুভেচ্ছা জানালেন? আমির তা না বললেও জন্মদিন উপলক্ষে লাইভে এসে তিন খানকে একসঙ্গে পর্দায় নেওয়ার বিষয়ে কথা বলেছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন আমির। আর সেই সময় তিনি নিজের দর্শকপ্রিয় সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র বহুল প্রত্যাশিত সিক্যুয়েলের খবর দেন। শুধু তা নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেননি, ভবিষ্যতে শাহরুখ খান ও সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। খান ত্রয়ী একসঙ্গে রূপালি পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে এক ভক্তের প্রশ্নের জবাবে আমির জানান যে তাঁরা অনেক দিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন।

আমির জানান, এই ত্রয়ী একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। দর্শকদের জন্য তাঁরা বিশেষ কিছু তৈরি করতে চান। আমিরের কথায় ‘আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি সিনেমা করা উচিত। আমরা যখন একসঙ্গে হই, আমরাও ভাবি একসঙ্গে একটি সিনেমা করা যায়। দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথায়ও আছে। আমি আশা করি, ভালো চিত্রনাট্য পেলে তাতে তিনজনই হ্যাঁ বলব।’

এদিকে ‘আন্দাজ আপনা আপনা ২’ সম্পর্কে কথা বলতে গিয়ে আমির জানান, নির্মাতা রাজকুমার সন্তোষী সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। চলচ্চিত্রটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমির উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘যাক, অবশেষে নির্মাতারা সিনেমাটি নিয়ে ভাবছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত