Ajker Patrika

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২৩: ৩৯
মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তাঁর দুই সহযোগীকে আদালতে হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা
মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তাঁর দুই সহযোগীকে আদালতে হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, বিস্ফোরকসহ গ্রেপ্তার মোন্তাসেরুল আলম ওরফে অনিন্দ্যকে (৩৩) আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ক্যামেরার সামনে বলেন, মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন। পাশাপাশি তিনি হারুন ইজহার, ওসমান হাদি ও পিনাকী ভট্টাচার্যের কথা শোনার আহ্বান জানান।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে মোন্তাসেরুল আলম ও তাঁর দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালকে (৩০) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ তোলা হয়। আদালতে রিমান্ড শুনানি শেষে তিনজনকে কারাগারে পাঠানোর সময় প্রিজন ভ্যানে ওঠার আগমুহূর্তে পুলিশি হেফাজতে তিনি ওই বক্তব্য দেন।

মোন্তাসেরুল আলম রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আত্মীয়।

নগরের কাদিরগঞ্জ এলাকায় বাড়ির পাশে ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন তিনি। গত শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত যৌথ বাহিনী ওই কোচিং সেন্টারে অভিযান চালায়।

অভিযানে দুই সহযোগীসহ মোন্তাসেরুলকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দুরবিন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিম কার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ। উদ্ধার করা নাইট্রোজেন কার্টিজ বোমা নিষ্ক্রিয়করণ টিম বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

এর আগে ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে মোন্তাসেরুলকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে পরে অভিযোগ থেকে অব্যাহতি পান। ওই মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সিদ্দিক বাদী হয়ে একই বছরের ডিসেম্বরে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন, যাতে মোন্তাসেরুল আসামি হলেও পরে তিনি সেখান থেকেও অব্যাহতি পান।

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড ও গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি শরিফুল ইসলাম ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। মোন্তাসেরুল ছিলেন তাঁর সহপাঠী।

গতকালের অভিযানের ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এ মামলায় মোন্তাসেরুল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত