Ajker Patrika

শাহরুখ কি প্রিয়াঙ্কার সঙ্গে ডেট করেছিলেন—‘সত্য’ জানালেন বন্ধু

অনলাইন ডেস্ক
Thumbnail image

বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন একসময় মাথাচাড়া দিয়েছিল। খবর রটেছিল—গোপনে গোপনে তাঁরা ডেটও করেছেন। মূলত ডন-২ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়। 

তবে ওই ঘটনার সত্যাসত্য নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক বিবেক ভাসওয়ানি। তিনি শাহরুখ খানের কাছের বন্ধু হিসেবে পরিচিত। ১৯৯২ সালে ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’ সিনেমায় শাহরুখকে তিনিই সুযোগ করে দিয়েছিলেন। 

বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতীয় উপস্থাপক সিদ্ধার্থ খান্নার ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবেক ভাসওয়ানি। আলাপচারিতার একপর্যায়ে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনের বিষয়টিও সামনে আসে। এ প্রসঙ্গে বিবেকের বক্তব্য হলো—শাহরুখ এত বড় মাপের একজন তারকা যে, তাঁকে নিয়ে লোকজন নানা কিছু কল্পনা করে। কিন্তু এসব সত্য নয়। 

সাক্ষাৎকারে বিবেকের কাছে জানতে চাওয়া হয়েছিল—প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের কথিত প্রেমের কিছু সত্যতা আছে নাকি? 

উত্তরে বিবেক বলেন, ‘সম্পর্ক? মানে যৌন সম্পর্ক? না না তিনি ধরনের নন। আমি জানি না, এই গুঞ্জন কোন জায়গা থেকে ছড়িয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু তা যৌন সম্পর্ক নয়।’ 

বড় তারকা হিসেবে শাহরুখের নামে নানা কিছু লেখা হয় দাবি করে বিবেক আরও বলেন, ‘এসব সত্য নয়। মোটকথা যখন থেকে আমি তাঁকে চিনি, সারাটি জীবন তিনি এক নারীতেই আবদ্ধ ছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের বিষয়টি গুজবই ছিল। এর বাইরে আমরা শাহরুখের নামে আর কিছু কি শুনেছি? তিনি এই ধরনের মানুষ নন।’ 

একসময় শাহরুখ খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন বিবেক ভাসওয়ানি। বিবেকের মা-বাবাও সেই বাড়িতে থাকতেন। সেই সময়গুলো ক্যারিয়ার গড়া নিয়ে প্রচণ্ড চাপ ছিল বলেও জানান বিবেক। আর এমন চাপের মধ্যে থাকা অবস্থায়ই ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরী খানকে বিয়ে করেছিলেন শাহরুখ। গৌরী ছাড়া আর কোনো নারীর প্রতি শাহরুখের আসক্তি ছিল না বলে দাবি করেছেন বিবেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত