কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।
প্রসঙ্গত, বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং চলেছে। যশরাজ ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে দেখা যাবে—হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এ ছাড়া ‘পাঠান ২’, ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমার কথাও শোনা যাচ্ছে।
কয়েক মাসের ব্যবধানে দুই সিনেমায় একসঙ্গে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগার চরিত্রে সালমানের ক্যামিও আর টাইগার সিনেমায় পাঠান চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ। কিন্তু সালমানকে হয়তো আর ক্যামিও চরিত্রে দেখা যাবে না। কারণ, ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’— যশরাজের পরবর্তী এই দুই সিনেমায় থাকছে না ‘টাইগার’ সালমানের ক্যামিও।
পাঠান সিনেমায় সালমানের ক্যামিও নজর কেড়েছিল দর্শকদের। পাঠানের শেষ দৃশ্যে দুই খানের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছে। তাই অনেকেই আশা করছিলেন, ‘পাঠান ২’ সিনেমাতেও সালমান খানের ক্যামিও থাকবে।
তবে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান ‘ওয়ার ২’ এবং ‘পাঠান ২’ সিনেমায় কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, প্রযোজক আদিত্য চোপড়া চান না টাইগার ফ্র্যাঞ্চাইজির সিনেমা ছাড়া অন্য কোথাও সালমানের উপস্থিতি বেশি হোক। এতে টাইগার চরিত্রটির মাধুর্য বা আকর্ষণ নষ্ট হতে পারে।
বলিউড হাঙ্গামা আরও জানিয়েছে, এটা কেবল নির্মাতাদের সিদ্ধান্ত নয়। সালমান খান নিজেও আর ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান না।
প্রসঙ্গত, বর্তমানে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং চলেছে। যশরাজ ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে দেখা যাবে—হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরকে। এ ছাড়া ‘পাঠান ২’, ‘পাঠান ভার্সেস টাইগার’ সিনেমার কথাও শোনা যাচ্ছে।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
১ মিনিট আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
১১ মিনিট আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
১৫ মিনিট আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
২০ মিনিট আগে