বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।
দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।
দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’
ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।
আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।
নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।
দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।
দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’
ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।
আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৯ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৯ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৯ ঘণ্টা আগে