বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।
দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।
দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’
ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।
আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।
নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার। অভিনয় ছাড়া তো থাকতে পারব না। তাই ভালো গল্প আর পছন্দসই চরিত্র হলে অভিনয় করতে চাই।’
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের দুটি নাটকে অভিনয় করলেন আবুল হায়াত। একটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত একক নাটক ‘দ্রোহ’। অন্যটি বিটিভির ঢাকা কেন্দ্রের জন্য তৌকীর আহমেদের রচনা ও নির্দেশনায় নির্মিত ধারাবাহিক ‘ধূসর প্রজাপতি’।
দ্রোহ নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইলন সফির। ২৫ ও ২৬ জুলাই চট্টগ্রামের বিটিভি ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবুল হায়াত ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও আরজুমান্দ আরা বকুলের মেয়ে মারিয়া ফারিহা উপমা।
দ্রোহ নিয়ে আবুল হায়াত বলেন, ‘দ্রোহ নাটকটির গল্প সুন্দর। আমাদের জীবনেরই গল্প। এ ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে। তা ছাড়া চট্টগ্রামে গিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে। কারণ, সবার অংশগ্রহণে একটা মিলনমেলা হয়।’
ধূসর প্রজাপতি ধারাবাহিকটির শুটিং হয়েছে গত মাসে গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, শ্যামল মাওলা, আইশা খান, দিলারা জামান, ডলি জহুর, মীর রাব্বি, সাবরিনা আজাদ ও তনুশ্রী দত্ত।
আগামী মাসের শুরুতে একটি বিজ্ঞাপনের শুটিং করার কথা রয়েছে আবুল হায়াতের। এ ছাড়া তিনি পরিকল্পনা করছেন নিজের নতুন নাটক নির্মাণের। গল্প হতে পারে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন অথবা আবুল হায়াতের। গল্প বাছাই হলে শুরু করবেন চিত্রনাট্য রচনা; এরপর শুটিং।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৯ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৯ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৯ ঘণ্টা আগে