বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। নানা ধরনের তেলের ব্যবসা তাদের। যেমন সরিষার তেল, নারকেল তেল, পেট্রলের ব্যবসা ইত্যাদি। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদে পছন্দ করে না।
কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না, তোষামোদ করতে জানে না। যারা তেল ছাড়া মানুষ তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। একটা মানুষ যখন সত্য-মিথ্যা যাচাই না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাবানদের তেল দেয়, তখন আসলে না বুঝেই ভুল পথে যেতে থাকে সে। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে, যারা বিশ্বাস করে, উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে, যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। নানা ধরনের তেলের ব্যবসা তাদের। যেমন সরিষার তেল, নারকেল তেল, পেট্রলের ব্যবসা ইত্যাদি। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদে পছন্দ করে না।
কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না, তোষামোদ করতে জানে না। যারা তেল ছাড়া মানুষ তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। একটা মানুষ যখন সত্য-মিথ্যা যাচাই না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাবানদের তেল দেয়, তখন আসলে না বুঝেই ভুল পথে যেতে থাকে সে। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১১ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
১১ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১২ ঘণ্টা আগে