বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে যারা বিশ্বাস করে উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। নানা ধরনের তেলের ব্যবসা তাদের। যেমন সরিষার তেল, নারিকেল তেল, পেট্রলের ব্যবসা ইত্যাদি। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না।
কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না, তোষামোদ করতে জানে না। যারা তেল ছাড়া মানুষ তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। একটা মানুষ যখন সত্য-মিথ্যা যাচাই না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাবানদের তেল দেয়, তখন আসলে না বুঝেই ভুল পথে যেতে থাকে সে। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। এ বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
ধারাবাহিকটির গল্প নিয়ে নির্মাতা জানান, সমাজে একদল মানুষ আছে যারা বিশ্বাস করে উন্নতি করতে হলে সমাজে যারা ক্ষমতাবান, তাদের তেল দিয়ে চলতে হয়। অন্যদিকে আরেক দল মানুষ আছে যারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না। এমন আলাদা ভাবনার দুটি ভিন্ন পরিবারের গল্প নিয়ে এই ধারাবাহিক। এতে সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্প দেখা যাবে। একটি পরিবারের একসময় তিলের খাজার ব্যবসা ছিল। ক্ষমতাবানদের তেল মেরে বা তোষামোদ করে এখন তারা বিশাল ব্যবসায়ী। নানা ধরনের তেলের ব্যবসা তাদের। যেমন সরিষার তেল, নারিকেল তেল, পেট্রলের ব্যবসা ইত্যাদি। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। তারা মূলত তেলের ওপর ভাসে। এদের বাইরে আরেকটা পরিবার আছে, তারা তেল ছাড়া জীবনযাপন করে। তাদের ভাবনাটা ভিন্ন। তারা কাউকে তোষামোদ করতে পছন্দ করে না।
কোন ভাবনা থেকে এই ধারাবাহিক নির্মাণ—জানতে চাইলে কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক প্রতিভাবান আছে, যাদের যোগ্যতা আছে কিন্তু তেল দিতে পারে না, তোষামোদ করতে জানে না। যারা তেল ছাড়া মানুষ তাদের জন্য এই সমাজটা অনেক কঠিন। আবার অনেক অযোগ্য আছে, যারা তেল দিয়ে অনেক দূর চলে গেছে। একটা মানুষ যখন সত্য-মিথ্যা যাচাই না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাবানদের তেল দেয়, তখন আসলে না বুঝেই ভুল পথে যেতে থাকে সে। এসব কারণে অনেক প্রতিভাবান হারিয়ে যাচ্ছে। এ বিষয়টি মানুষ হিসেবে আমাকে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা থেকে গল্পের শুরু। এরপর নানাভাবে পরিস্থিতি অনুযায়ী গল্প এগিয়ে গেছে।’
তেল ছাড়া পরোটা ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, চাষী আলম, মুসাফির সৈয়দ বাচ্চু, আবদুল্লাহ রানা, সুজাত শিমুল প্রমুখ।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৯ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৯ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৯ ঘণ্টা আগে