গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।
গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১৫ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১ দিন আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ দিন আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ দিন আগে