গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।
গত শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর বহুল প্রত্যাশিত সিনেমা ‘গুন্তুর কারাম’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৪১ কোটি ৩০ লাখ রুপি। এরপরদিন অর্থাৎ গতকাল শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দপতন বলা যায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রাথমিক অনুমান অনুসারে ত্রিবিক্রম শ্রীনিবাসের চলচ্চিত্রটি শনিবার দ্বিতীয় দিন মাত্র ১৩ কোটি রুপি আয় করেছে। দুই দিন শেষে ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি ৩ লাখ রুপি।
এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির ২ দিনে আয় করেছে ১২৭ কোটি রুপির বেশি। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছিল ৯৪ কোটি রুপির বেশি।
এদিকে এবার দক্ষিণী এই সুপারস্টারের সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এক্সে (টুইটার) পোস্টে সিনেমাটির প্রশংসা করে শাহরুখ ‘গুন্তুর কারাম’–এর প্রতি অঢেল ভালোবাসা জানিয়েছেন। সিনেমাটির ‘জনগণের চলচ্চিত্র’ বলেও অভিহিত করেছেন তিনি। সঙ্গে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসাও করেছেন শাহরুখ খান।
উল্লেখ্য, ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্তুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা।
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
৩ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৩ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৬ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৬ ঘণ্টা আগে