Ajker Patrika

আরিয়ানকে ছাড়তে শাহরুখের কাছে ২৫ কোটি রুপি দাবি, সমীরের বিরুদ্ধে ইডির মামলা

বিনোদন ডেস্ক
Thumbnail image

ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নামে টাকা তছরুপের কেস দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। সিবিআইয়ের পক্ষ থেকে এর আগে তাঁর বিরুদ্ধে ২৫ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ করে এফআইআর করা হয়েছিল। বলা হয়েছিল এই টাকা তিনি দাবি করেছিলেন শাহরুখ খানের পরিবারের থেকে। শাহরুখপুত্র আরিয়ানের নাম মাদক মামলা না জড়ানোর বিনিময়ে বলিউড বাদশাহর থেকে তিনি এই টাকা দাবি করেন। সেই বিষয়ে এবার নতুন করে মামলা করল ইডি। শুরু হয়েছে তদন্ত। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই কেন্দ্রীয় সংস্থার পক্ষে এদিন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি কেস দায়ের করা হয়েছে। সমীর ছাড়াও এই বিষয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একাধিক অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ইডি।

প্রসঙ্গত, গেল বছরের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী একটি প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই ঘটনায় পুরো ভারত জুড়ে উঠে আলোচনার ঝড়। তার একদিন পর গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে মুম্বাই হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে।

ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত দেখানো হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে।

এরপর পুরো কেস অন্য মোড় নেয়, যখন ২০২১ সালে একজন সাক্ষী এসে জানান যে তিনি দেখেছেন আরিয়ান খানকে সেই কেস থেকে মুক্ত করার জন্য একজন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার এবং অন্যান্য একাধিক ব্যক্তি ২৫ কোটি রুপি দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত