যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমার অপেক্ষায় সবাই। ‘ওয়ার ২’ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ আসার কথা থাকলেও কদিন আগেই পিঙ্কভিলা জানায়, এর আগেই পাঠানের সিক্যুয়েল আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। এবার ‘পাঠান ২’ নিয়ে প্রকাশ্যে নতুন খবর। সিদ্ধার্থ আনন্দ নন, পাঠানের পরবর্তী সিক্যুয়েলের জন্য নতুন নির্মাতা খুঁজছেন প্রযোজক আদিত্য চোপড়া। ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিপিংমুনের বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে জানানো হয়েছে, যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমাগুলোর পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব দিচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচালকদের পুনরাবৃত্তি করতে চান না তিনি। টাইগার ও ওয়ার সিনেমার সিক্যুয়েল থেকেই সেটা স্পষ্ট। আর সেই একই জিনিস ঘটছে ‘পাঠান ২’ সিনেমাতেও।
তবে সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান ২’ পরিচালনা করছেন না মানেই যে যশরাজ ফিল্মসের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছে এমনটা একেবারেই নয়। তিনি ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা পরিচালনা করবেন বলেই প্রতিবেদন থেকে জানা গেছে।
‘পাঠান ২’ তে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আগের চরিত্রেই দেখা যাবে। সন্তানসম্ভবা দীপিকাকে না পাওয়ার শঙ্কা থাকলেও সিনেমাটিতে অভিনেত্রী থাকছেন বলে নিশ্চিত করেছে পিপিংমুন।
প্রসঙ্গত, যশরাজ স্পাইভার্সের প্রথম সিনেমা সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এরপর একে একে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘ওয়ার ২’, এরপর আসবে আলিয়া ভাটি অভিনীত স্পাইভার্সের প্রথম নারী প্রধান চরিত্রের ছবি। সেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন—শর্বরী, ববি দেওল প্রমুখ। তারপর আসবে পাঠান ২। আর এ বছর শেষে শুটিং শুরুর কথা রয়েছে ‘টাইগার ভার্সেস পাঠান’ এর।
যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমার অপেক্ষায় সবাই। ‘ওয়ার ২’ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ আসার কথা থাকলেও কদিন আগেই পিঙ্কভিলা জানায়, এর আগেই পাঠানের সিক্যুয়েল আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। এবার ‘পাঠান ২’ নিয়ে প্রকাশ্যে নতুন খবর। সিদ্ধার্থ আনন্দ নন, পাঠানের পরবর্তী সিক্যুয়েলের জন্য নতুন নির্মাতা খুঁজছেন প্রযোজক আদিত্য চোপড়া। ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিপিংমুনের বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে জানানো হয়েছে, যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমাগুলোর পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব দিচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচালকদের পুনরাবৃত্তি করতে চান না তিনি। টাইগার ও ওয়ার সিনেমার সিক্যুয়েল থেকেই সেটা স্পষ্ট। আর সেই একই জিনিস ঘটছে ‘পাঠান ২’ সিনেমাতেও।
তবে সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান ২’ পরিচালনা করছেন না মানেই যে যশরাজ ফিল্মসের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছে এমনটা একেবারেই নয়। তিনি ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা পরিচালনা করবেন বলেই প্রতিবেদন থেকে জানা গেছে।
‘পাঠান ২’ তে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আগের চরিত্রেই দেখা যাবে। সন্তানসম্ভবা দীপিকাকে না পাওয়ার শঙ্কা থাকলেও সিনেমাটিতে অভিনেত্রী থাকছেন বলে নিশ্চিত করেছে পিপিংমুন।
প্রসঙ্গত, যশরাজ স্পাইভার্সের প্রথম সিনেমা সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এরপর একে একে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘ওয়ার ২’, এরপর আসবে আলিয়া ভাটি অভিনীত স্পাইভার্সের প্রথম নারী প্রধান চরিত্রের ছবি। সেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন—শর্বরী, ববি দেওল প্রমুখ। তারপর আসবে পাঠান ২। আর এ বছর শেষে শুটিং শুরুর কথা রয়েছে ‘টাইগার ভার্সেস পাঠান’ এর।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৮ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৮ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৯ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
১০ ঘণ্টা আগে