যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমার অপেক্ষায় সবাই। ‘ওয়ার ২’ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ আসার কথা থাকলেও কদিন আগেই পিঙ্কভিলা জানায়, এর আগেই পাঠানের সিক্যুয়েল আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। এবার ‘পাঠান ২’ নিয়ে প্রকাশ্যে নতুন খবর। সিদ্ধার্থ আনন্দ নন, পাঠানের পরবর্তী সিক্যুয়েলের জন্য নতুন নির্মাতা খুঁজছেন প্রযোজক আদিত্য চোপড়া। ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিপিংমুনের বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে জানানো হয়েছে, যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমাগুলোর পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব দিচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচালকদের পুনরাবৃত্তি করতে চান না তিনি। টাইগার ও ওয়ার সিনেমার সিক্যুয়েল থেকেই সেটা স্পষ্ট। আর সেই একই জিনিস ঘটছে ‘পাঠান ২’ সিনেমাতেও।
তবে সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান ২’ পরিচালনা করছেন না মানেই যে যশরাজ ফিল্মসের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছে এমনটা একেবারেই নয়। তিনি ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা পরিচালনা করবেন বলেই প্রতিবেদন থেকে জানা গেছে।
‘পাঠান ২’ তে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আগের চরিত্রেই দেখা যাবে। সন্তানসম্ভবা দীপিকাকে না পাওয়ার শঙ্কা থাকলেও সিনেমাটিতে অভিনেত্রী থাকছেন বলে নিশ্চিত করেছে পিপিংমুন।
প্রসঙ্গত, যশরাজ স্পাইভার্সের প্রথম সিনেমা সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এরপর একে একে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘ওয়ার ২’, এরপর আসবে আলিয়া ভাটি অভিনীত স্পাইভার্সের প্রথম নারী প্রধান চরিত্রের ছবি। সেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন—শর্বরী, ববি দেওল প্রমুখ। তারপর আসবে পাঠান ২। আর এ বছর শেষে শুটিং শুরুর কথা রয়েছে ‘টাইগার ভার্সেস পাঠান’ এর।
যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমার অপেক্ষায় সবাই। ‘ওয়ার ২’ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ আসার কথা থাকলেও কদিন আগেই পিঙ্কভিলা জানায়, এর আগেই পাঠানের সিক্যুয়েল আনার পরিকল্পনা করছে যশরাজ ফিল্ম। এবার ‘পাঠান ২’ নিয়ে প্রকাশ্যে নতুন খবর। সিদ্ধার্থ আনন্দ নন, পাঠানের পরবর্তী সিক্যুয়েলের জন্য নতুন নির্মাতা খুঁজছেন প্রযোজক আদিত্য চোপড়া। ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিপিংমুনের বরাত দিয়ে খবরটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে জানানো হয়েছে, যশরাজ স্পাইভার্সের পরবর্তী সিনেমাগুলোর পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব দিচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচালকদের পুনরাবৃত্তি করতে চান না তিনি। টাইগার ও ওয়ার সিনেমার সিক্যুয়েল থেকেই সেটা স্পষ্ট। আর সেই একই জিনিস ঘটছে ‘পাঠান ২’ সিনেমাতেও।
তবে সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান ২’ পরিচালনা করছেন না মানেই যে যশরাজ ফিল্মসের সঙ্গে তাঁর টানাপোড়েন চলছে এমনটা একেবারেই নয়। তিনি ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা পরিচালনা করবেন বলেই প্রতিবেদন থেকে জানা গেছে।
‘পাঠান ২’ তে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে আগের চরিত্রেই দেখা যাবে। সন্তানসম্ভবা দীপিকাকে না পাওয়ার শঙ্কা থাকলেও সিনেমাটিতে অভিনেত্রী থাকছেন বলে নিশ্চিত করেছে পিপিংমুন।
প্রসঙ্গত, যশরাজ স্পাইভার্সের প্রথম সিনেমা সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’। সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এরপর একে একে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘ওয়ার ২’, এরপর আসবে আলিয়া ভাটি অভিনীত স্পাইভার্সের প্রথম নারী প্রধান চরিত্রের ছবি। সেখানে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন—শর্বরী, ববি দেওল প্রমুখ। তারপর আসবে পাঠান ২। আর এ বছর শেষে শুটিং শুরুর কথা রয়েছে ‘টাইগার ভার্সেস পাঠান’ এর।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৭ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে