বিনোদন ডেস্ক
আম্বানি পরিবারের অনুষ্ঠানকে অনুষ্ঠান না বলে উৎসব বলা যায়। গুজরাটের জামনগরে ১ মার্চ থেকে চলছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক্-বিবাহ অনুষ্ঠানের এলাহি আয়োজন। প্রথম দিনে সেখানে পারফর্ম করেছেন আন্তর্জাতিক পপ তারকা রিয়ান্না। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান। এদিন এক মঞ্চে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমিরকে। শুধু তা-ই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন। একে অন্যের সিগনেচার স্টেপও করলেন একসঙ্গে।
এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দুজনেই পরেছিলেন আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও অনলাইনে ভাইরাল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানের তালে তাঁরা নেচেছেন। তাঁদের সঙ্গে মঞ্চে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণকেও দেখা গেছে।
‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, এরপর আমির, পরে শাহরুখ নিজেদের সিগনেচার স্টাইলে নেচেছেন। যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাঁকে অনুসরণ করেন। নাটু নাটু ছাড়াও এদিন ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি কারোগি’ থেকে ‘টাওয়াল ড্যান্স’, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তী’র ‘মাস্তি কি পাঠশালা’ গানের স্টেপে নাচতে দেখা যায় তাঁদের।
তিন খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেছে। এঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে এসেছিলেন।
আম্বানি পরিবারের অনুষ্ঠানকে অনুষ্ঠান না বলে উৎসব বলা যায়। গুজরাটের জামনগরে ১ মার্চ থেকে চলছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী প্রাক্-বিবাহ অনুষ্ঠানের এলাহি আয়োজন। প্রথম দিনে সেখানে পারফর্ম করেছেন আন্তর্জাতিক পপ তারকা রিয়ান্না। তবে দ্বিতীয় দিনে মঞ্চের দখল নিলেন বলিউডের তিন খান। এদিন এক মঞ্চে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমিরকে। শুধু তা-ই নয়, কাঁধে কাঁধ মিলিয়ে নাচলেন তিনজন। একে অন্যের সিগনেচার স্টেপও করলেন একসঙ্গে।
এদিন একই রঙের পোশাক পরেছিলেন শাহরুখ-সালমান। দুজনেই পরেছিলেন আফগানি স্টাইলের কালো পায়জামা ও কুর্তা। আর আমির খান পরেছিলেন সবুজ কুর্তা। তিন খানের একসঙ্গে নাচের ভিডিও অনলাইনে ভাইরাল। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ গানের তালে তাঁরা নেচেছেন। তাঁদের সঙ্গে মঞ্চে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণকেও দেখা গেছে।
‘নাটু নাটু’তে একসঙ্গে নাচার পর প্রথমে সালমান, এরপর আমির, পরে শাহরুখ নিজেদের সিগনেচার স্টাইলে নেচেছেন। যে যখন নাচলেন পাশে দাঁড়িয়ে অন্য দুই খান তখন তাঁকে অনুসরণ করেন। নাটু নাটু ছাড়াও এদিন ‘ছাইয়া ছাইয়া’, ‘মুজসে শাদি কারোগি’ থেকে ‘টাওয়াল ড্যান্স’, ‘জিনে কে হ্যায় চার দিন’ আর ‘রং দে বাসন্তী’র ‘মাস্তি কি পাঠশালা’ গানের স্টেপে নাচতে দেখা যায় তাঁদের।
তিন খান ছাড়াও বলিউডের আরও অনেক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেছে। এঁদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই অনুষ্ঠানে এসেছিলেন।
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২৩ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩৩ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩৫ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে