কলকাতা প্রতিনিধি
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
ভিডিওটিতে দেখা যায়, শ্রাবণ মাসের উপবাস ভাঙার পর তিনি খাচ্ছেন মাটন, কালি ডাল ও ভাত—আর এতেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। একজন ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, ‘Shravan..... fast..... mutton... fat..... #respect’—সঙ্গে জুড়ে দেন একটি হাসির ইমোজি।
তবে তনুশ্রী এই কটাক্ষের জবাব দিতে দ্বিধা করেননি। পাল্টা জবাবে তিনি লেখেন, ‘বাংলায় এভাবেই উপবাস করা হয়। আমরা সন্ধ্যা পর্যন্ত শুধু জল পান করে উপবাস করি। সূর্যাস্তের পর দেবীকে নিবেদন করা ভোগ খাই, যা পাঁঠার মাংস দিয়ে তৈরি হয়। সবার সংস্কৃতি এক নয়, তাই সবাইকে একভাবে বিচার করাও উচিত নয়। পুরো ভিডিওটা দেখুন, তারপর মন্তব্য করুন। ধর্মীয় মানুষজন তাদের কদর্য বিচারমূলক মনোভাব নিয়ে চলে এসেছে।’
তিনি আরও জানান, তিনি আয়ুর্বেদিক পদ্ধতি অনুসরণ করে খাদ্যকে ওষুধ হিসেবে দেখেন। সেই দৃষ্টিকোণ থেকে শরীরের সুস্থতার জন্য মাঝে মাঝে মাটন খান।
এই পোস্ট ঘিরে শুরু হওয়া বিতর্কে ধর্মীয় অনুশাসন বনাম সাংস্কৃতিক পার্থক্যের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। তনুশ্রী দত্ত যেখানে ব্যক্তিগত বিশ্বাস ও ঐতিহ্যের পক্ষেই সওয়াল করেছেন, সেখানে কিছু সমালোচকের মন্তব্যে ধর্মীয় কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে।
তবে এই ঘটনা আবারও প্রমাণ করে, ভারতের মতো বহু সংস্কৃতির দেশে ব্যক্তিগত রুচি, বিশ্বাস ও সংস্কৃতির প্রকাশ আজও বহুক্ষেত্রে ট্রলিংয়ের শিকার হয়। তবে তনুশ্রীর স্পষ্ট বার্তা—ধর্ম নয়, আগে মানুষ হওয়া শিখুন।
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
ভিডিওটিতে দেখা যায়, শ্রাবণ মাসের উপবাস ভাঙার পর তিনি খাচ্ছেন মাটন, কালি ডাল ও ভাত—আর এতেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। একজন ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, ‘Shravan..... fast..... mutton... fat..... #respect’—সঙ্গে জুড়ে দেন একটি হাসির ইমোজি।
তবে তনুশ্রী এই কটাক্ষের জবাব দিতে দ্বিধা করেননি। পাল্টা জবাবে তিনি লেখেন, ‘বাংলায় এভাবেই উপবাস করা হয়। আমরা সন্ধ্যা পর্যন্ত শুধু জল পান করে উপবাস করি। সূর্যাস্তের পর দেবীকে নিবেদন করা ভোগ খাই, যা পাঁঠার মাংস দিয়ে তৈরি হয়। সবার সংস্কৃতি এক নয়, তাই সবাইকে একভাবে বিচার করাও উচিত নয়। পুরো ভিডিওটা দেখুন, তারপর মন্তব্য করুন। ধর্মীয় মানুষজন তাদের কদর্য বিচারমূলক মনোভাব নিয়ে চলে এসেছে।’
তিনি আরও জানান, তিনি আয়ুর্বেদিক পদ্ধতি অনুসরণ করে খাদ্যকে ওষুধ হিসেবে দেখেন। সেই দৃষ্টিকোণ থেকে শরীরের সুস্থতার জন্য মাঝে মাঝে মাটন খান।
এই পোস্ট ঘিরে শুরু হওয়া বিতর্কে ধর্মীয় অনুশাসন বনাম সাংস্কৃতিক পার্থক্যের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। তনুশ্রী দত্ত যেখানে ব্যক্তিগত বিশ্বাস ও ঐতিহ্যের পক্ষেই সওয়াল করেছেন, সেখানে কিছু সমালোচকের মন্তব্যে ধর্মীয় কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে।
তবে এই ঘটনা আবারও প্রমাণ করে, ভারতের মতো বহু সংস্কৃতির দেশে ব্যক্তিগত রুচি, বিশ্বাস ও সংস্কৃতির প্রকাশ আজও বহুক্ষেত্রে ট্রলিংয়ের শিকার হয়। তবে তনুশ্রীর স্পষ্ট বার্তা—ধর্ম নয়, আগে মানুষ হওয়া শিখুন।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
২০ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
২০ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
২০ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে