বিনোদন ডেস্ক
যুক্তরাজ্যের এক সিনেমা হলে ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেল মাঝপথে। সিনেমা চলাকালীন রঙিন কাগজ উড়িয়ে উদ্যাপন করছিলেন ভারতীয় দর্শকরা। কাগজের টুকরো পুরো হলে ছড়িয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা! দর্শকদের এমন আচরণ ভালোভাবে নেয়নি সিনেমা হল কর্তৃপক্ষ। হল নোংরা করার অভিযোগে মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।
দর্শক সারিতে বসে থাকা ভারতীয় দর্শকদের সঙ্গে সিনেমা হলের কর্মীদের কথা কাটাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে নোংরা হয়ে আছে রঙিন কাগজের টুকরোতে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও অনেক কিছু।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘এ কেমন আচরণ! হলে আসবেন, সিনেমা দেখবেন, বাড়ি চলে যাবেন। কিন্তু আপনাদের আচরণ তো মানুষের মতো নয়!’ এভাবে দর্শকদের সঙ্গে হলের কর্মীদের কিছুক্ষণ বাদানুবাদ চলে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা হলে এমন আচরণ কাম্য নয় বলে মতামত অনেকের। অনেকে আবার এতটা রূঢ় আচরণ করার জন্য হলের কর্মীদেরও সমালোচনা করছেন।
কেউ কেউ বলছেন, ভারতের সিনেমা হলে এভাবে উদ্যাপনের রেওয়াজ থাকলেও বিদেশে সেসব হয় না। তাই বিদেশে গিয়ে সে দেশের নিয়মকানুন মেনে চলা উচিত।
A group of people threw confetti during a screening of Hari Hara Veera Mallu in the UK, disrupting the show. The staff rightly stopped the film and called them out. This kind of hooliganism is unacceptable and deserves strong condemnation. pic.twitter.com/hPfXuPlLXj
— Meru (@MeruBhaiya) July 24, 2025
উল্লেখ্য, তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’ নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীর প্রেক্ষাপটে। এক বিদ্রোহীর গল্প তুলে ধরা হয়েছে এতে, জনগণের পাশে দাঁড়িয়ে যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে।
সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২৪ জুলাই। এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন পবন কল্যাণ, ববি দেওল, নিধি আগারওয়াল, নার্গিস ফাখরি, নোরা ফাতেহি, যিশু সেনগুপ্ত প্রমুখ। মুক্তির দুই দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৭৭ কোটি রুপি।
যুক্তরাজ্যের এক সিনেমা হলে ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেল মাঝপথে। সিনেমা চলাকালীন রঙিন কাগজ উড়িয়ে উদ্যাপন করছিলেন ভারতীয় দর্শকরা। কাগজের টুকরো পুরো হলে ছড়িয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা! দর্শকদের এমন আচরণ ভালোভাবে নেয়নি সিনেমা হল কর্তৃপক্ষ। হল নোংরা করার অভিযোগে মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।
দর্শক সারিতে বসে থাকা ভারতীয় দর্শকদের সঙ্গে সিনেমা হলের কর্মীদের কথা কাটাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে নোংরা হয়ে আছে রঙিন কাগজের টুকরোতে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও অনেক কিছু।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘এ কেমন আচরণ! হলে আসবেন, সিনেমা দেখবেন, বাড়ি চলে যাবেন। কিন্তু আপনাদের আচরণ তো মানুষের মতো নয়!’ এভাবে দর্শকদের সঙ্গে হলের কর্মীদের কিছুক্ষণ বাদানুবাদ চলে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা হলে এমন আচরণ কাম্য নয় বলে মতামত অনেকের। অনেকে আবার এতটা রূঢ় আচরণ করার জন্য হলের কর্মীদেরও সমালোচনা করছেন।
কেউ কেউ বলছেন, ভারতের সিনেমা হলে এভাবে উদ্যাপনের রেওয়াজ থাকলেও বিদেশে সেসব হয় না। তাই বিদেশে গিয়ে সে দেশের নিয়মকানুন মেনে চলা উচিত।
A group of people threw confetti during a screening of Hari Hara Veera Mallu in the UK, disrupting the show. The staff rightly stopped the film and called them out. This kind of hooliganism is unacceptable and deserves strong condemnation. pic.twitter.com/hPfXuPlLXj
— Meru (@MeruBhaiya) July 24, 2025
উল্লেখ্য, তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’ নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীর প্রেক্ষাপটে। এক বিদ্রোহীর গল্প তুলে ধরা হয়েছে এতে, জনগণের পাশে দাঁড়িয়ে যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে।
সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২৪ জুলাই। এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন পবন কল্যাণ, ববি দেওল, নিধি আগারওয়াল, নার্গিস ফাখরি, নোরা ফাতেহি, যিশু সেনগুপ্ত প্রমুখ। মুক্তির দুই দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৭৭ কোটি রুপি।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৭ ঘণ্টা আগে