অক্ষমতার পাল্লা ভারী, দেশজুড়ে লোডশেডিং
দেশে যত চাহিদা, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তার প্রায় দ্বিগুণ। অথচ দুই দিন ধরে কমবেশি দেশের প্রায় সব জায়গায় গড়ে প্রতিদিন ১০-১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। রাজধানীর সব পাড়া-মহল্লাও এখন দিনে কয়েকবার করে লোডশেডিংয়ের কবলে পড়ছে। জানা যায়, ঢাকাসহ দেশের মহানগরী অঞ্চলে অন্তত তিন ঘণ্টার বেশি লোডশেডিং হচ্ছে।