Ajker Patrika

গরমে হাতপাখা জুড়ায় প্রাণ

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৩: ১৪
গরমে হাতপাখা জুড়ায় প্রাণ

রংপুরের গঙ্গাচড়ায় কয়েক দিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে লোডশেডিং বাড়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গরম থেকে স্বস্তি পেতে অনেকে হাতপাখায় শরীর জুড়িয়ে নিচ্ছেন। এ কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে হাতপাখা বিক্রি।

রংপুর জেলা আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল শুক্রবার ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে আরও দু-তিন দিন গরম অনুভূত হতে পারে।

গত বৃহস্পতিবার গঙ্গাচড়া বাজারে মোস্তাফিজুর রহমান নামের এক যুবককে বাইসাইকেলে করে বাঁশের তৈরি হাতপাকা বিক্রি করতে দেখা যায়। তাঁর বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলা গজঘণ্টা ইউনিয়নের

রাজবল্লব মতলব বাজার এলাকায়। তিনি সাত বছর ধরে হাতপাখা বিক্রির ব্যবসা করছেন। গরম এলেই এই ব্যবসায় নেমে পড়েন, অন্য সময় করেন কৃষিকাজ। হাতপাখা বিক্রি করে দৈনিক আয় করেন ৭০০ থেকে ৮০০ টাকা। মোস্তাফিজুর বিভিন্ন এলাকা থেকে পাখা কিনে এনে প্রতিটি ৩০ টাকা দরে বিক্রি করেন।

মোস্তাফিজুর জানান, কয়েক দিন ধরে গরম পড়ায় হাতপাখার চাহিদা বেড়েছে কয়েক গুণ, এসব পাখা রিকশা, ভ্যান ও অটোরিকশার চালকেরাই বেশি কিনছেন।

মোস্তাফিজুরের কাছ থেকে পাখা কিনে ক্রেতা মমতাজ বেগম বলেন, ‘কয়েক দিন ধরে খুব গরম। এর মধ্যে আবার বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই একটি হাতপাখা কিনে নিলাম, যাতে বিদ্যুৎ সরবরাহ না থাকলেও নিজের শরীরে স্বস্তি দিতে পারি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস জানান, দিনে তাপমাত্রা বাড়ে, আবার রাতে অনেকটা কমে যাচ্ছে। এই অবস্থায় বেশি করে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ায় ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত