একটা হলুদ কার্ড পেলেই মেসিদের সর্বনাশ
আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা—লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে। শিরোপা জিততে হলে দল তিনটির শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, এমনকি লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজমান, কাসেমিরোদের খেলতে হবে খুব সাবধানী হয়ে। তিন দলের ১২ খেলোয়াড় আছেন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটি হল