ঢাকা: লা লিগায় এখন চলছে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা! লিগের দৌড় শেষ দিকে আসতেই লড়াই আরও জমজমাট ৷ বুধবার দারুণ এক জয়ে শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। খুব বেশি সময় শীর্ষে থাকা হয়নি ‘লস ব্লাঙ্কোস’দের। বৃহস্পতিবার রাতে আবারও সবার ওপরে উঠে আসে আতলেতিকো মাদ্রিদ।
আতলেতিকো-রিয়ালকে স্বস্তি দিচ্ছে না বার্সেলোনাও। গেটাফেকে উড়িয়ে তারাও জানাল, শিরোপার ‘দিল্লি’ এখনো অনেক দূর। ন্যু ক্যাম্পে পরশু রাতে বার্সার জয়ের ধরন যেকোনো দলের বুকে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট।
৫-২ গোলে জয়ের রাতে গেটাফেকে পাত্তাই দেয়নি বার্সা। সামনের ম্যাচগুলোয় এই ছন্দ ধরে রাখতে পারলে শিরোপার দরজা খুলতে পারে মেসিদের সামনেও।
বার্সার এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূল নায়ক লিওনেল মেসি। দারুণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি করেছেন জোড়া গোল। মেসি-বার্সার এমন দুরন্ত ফর্মে কপালে ভাঁজ বাড়াতে পারে টেবিল টপার আতলেতিকোর। ৮ মে লিগ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। সে ম্যাচে লিগ শিরোপার লড়াই নতুন বাঁক নিতে পারে। এদিক থেকে অবশ্য স্বস্তিতে থাকবে রিয়াল। সামনের ম্যাচগুলোয় বড় কোনো প্রতিপক্ষ নেই রিয়ালের সামনে।
সে ক্ষেত্রে বার্সা-আতলেতিকো দ্বন্দ্বের পূর্ণ সুবিধা নিতে মুখিয়ে থাকবে জিদানের দল। দারুণ জয়ের পরও বার্সা কোচ রোনাল্ড কোমান স্বস্তিতে থাকতে পারছেন না। তিনি বলেছেন, শিরোপা দৌড়ে থাকা অন্য প্রতিপক্ষের চেয়ে আমরা মোটেই শক্তিশালী নই।
তারাও ম্যাচ জিতে চলেছে। আমাদের সামনে আরও কিছু কঠিন ম্যাচ আছে। এই লড়াই শেষ দিন পর্যন্ত গড়াবে।
ঢাকা: লা লিগায় এখন চলছে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা! লিগের দৌড় শেষ দিকে আসতেই লড়াই আরও জমজমাট ৷ বুধবার দারুণ এক জয়ে শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। খুব বেশি সময় শীর্ষে থাকা হয়নি ‘লস ব্লাঙ্কোস’দের। বৃহস্পতিবার রাতে আবারও সবার ওপরে উঠে আসে আতলেতিকো মাদ্রিদ।
আতলেতিকো-রিয়ালকে স্বস্তি দিচ্ছে না বার্সেলোনাও। গেটাফেকে উড়িয়ে তারাও জানাল, শিরোপার ‘দিল্লি’ এখনো অনেক দূর। ন্যু ক্যাম্পে পরশু রাতে বার্সার জয়ের ধরন যেকোনো দলের বুকে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট।
৫-২ গোলে জয়ের রাতে গেটাফেকে পাত্তাই দেয়নি বার্সা। সামনের ম্যাচগুলোয় এই ছন্দ ধরে রাখতে পারলে শিরোপার দরজা খুলতে পারে মেসিদের সামনেও।
বার্সার এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূল নায়ক লিওনেল মেসি। দারুণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি করেছেন জোড়া গোল। মেসি-বার্সার এমন দুরন্ত ফর্মে কপালে ভাঁজ বাড়াতে পারে টেবিল টপার আতলেতিকোর। ৮ মে লিগ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। সে ম্যাচে লিগ শিরোপার লড়াই নতুন বাঁক নিতে পারে। এদিক থেকে অবশ্য স্বস্তিতে থাকবে রিয়াল। সামনের ম্যাচগুলোয় বড় কোনো প্রতিপক্ষ নেই রিয়ালের সামনে।
সে ক্ষেত্রে বার্সা-আতলেতিকো দ্বন্দ্বের পূর্ণ সুবিধা নিতে মুখিয়ে থাকবে জিদানের দল। দারুণ জয়ের পরও বার্সা কোচ রোনাল্ড কোমান স্বস্তিতে থাকতে পারছেন না। তিনি বলেছেন, শিরোপা দৌড়ে থাকা অন্য প্রতিপক্ষের চেয়ে আমরা মোটেই শক্তিশালী নই।
তারাও ম্যাচ জিতে চলেছে। আমাদের সামনে আরও কিছু কঠিন ম্যাচ আছে। এই লড়াই শেষ দিন পর্যন্ত গড়াবে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৫ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৮ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৮ ঘণ্টা আগে