Ajker Patrika

লা লিগায় চলছে ইঁদুর–দৌড়

লা লিগায় চলছে ইঁদুর–দৌড়

ঢাকা: লা লিগায় এখন চলছে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা! লিগের দৌড় শেষ দিকে আসতেই লড়াই আরও জমজমাট ৷ বুধবার দারুণ এক জয়ে শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। খুব বেশি সময় শীর্ষে থাকা হয়নি ‘লস ব্লাঙ্কোস’দের। বৃহস্পতিবার রাতে আবারও সবার ওপরে উঠে আসে আতলেতিকো মাদ্রিদ।

আতলেতিকো-রিয়ালকে স্বস্তি দিচ্ছে না বার্সেলোনাও। গেটাফেকে উড়িয়ে তারাও জানাল, শিরোপার ‘দিল্লি’ এখনো অনেক দূর। ন্যু ক্যাম্পে পরশু রাতে বার্সার জয়ের ধরন যেকোনো দলের বুকে কাঁপন ধরিয়ে দিতে যথেষ্ট।

৫-২ গোলে জয়ের রাতে গেটাফেকে পাত্তাই দেয়নি বার্সা। সামনের ম্যাচগুলোয় এই ছন্দ ধরে রাখতে পারলে শিরোপার দরজা খুলতে পারে মেসিদের সামনেও।

বার্সার এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূল নায়ক লিওনেল মেসি। দারুণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি করেছেন জোড়া গোল। মেসি-বার্সার এমন দুরন্ত ফর্মে কপালে ভাঁজ বাড়াতে পারে টেবিল টপার আতলেতিকোর। ৮ মে লিগ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। সে ম্যাচে লিগ শিরোপার লড়াই নতুন বাঁক নিতে পারে। এদিক থেকে অবশ্য স্বস্তিতে থাকবে রিয়াল। সামনের ম্যাচগুলোয় বড় কোনো প্রতিপক্ষ নেই রিয়ালের সামনে।

সে ক্ষেত্রে বার্সা-আতলেতিকো দ্বন্দ্বের পূর্ণ সুবিধা নিতে মুখিয়ে থাকবে জিদানের দল। দারুণ জয়ের পরও বার্সা কোচ রোনাল্ড কোমান স্বস্তিতে থাকতে পারছেন না। তিনি বলেছেন, শিরোপা দৌড়ে থাকা অন্য প্রতিপক্ষের চেয়ে আমরা মোটেই শক্তিশালী নই।

তারাও ম্যাচ জিতে চলেছে। আমাদের সামনে আরও কিছু কঠিন ম্যাচ আছে। এই লড়াই শেষ দিন পর্যন্ত গড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত