ঢাকা: লা লিগার শিরোপা যেন এক মুঠো বালি। মুঠোয় নিয়েও কেউ ধরে রাখতে পারছে না। একেক সময় একেকজনের হাত থেকে ফসকে যাচ্ছে। কাল রাতে যেমন পারল না রিয়াল মাদ্রিদ। আগের দিন আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার ড্রয়ে রিয়ালের সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। কিন্তু সেভিয়ার সঙ্গে ২–২ গোলে ড্র করে সে সুযোগ হারাল লস ব্লাঙ্কোসরা।
৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরেই থাকল আতলেতিকো। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকা মেসির বার্সা থাকল তিনে।
এর আগে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার সামনেও। কিন্তু পয়েন্ট হারিয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালান জায়ান্টরা। আর শীর্ষে থাকা আতলেতিকো খারাপ খেলেও উতরে যাচ্ছে শুরু দিকের পারফরম্যান্সের জোরে। এর মাঝে দিয়েগো সিমিওনের দল নিজেদের শেষ ম্যাচে বার্সার সঙ্গে ড্র করে পথ পরিষ্কার করে দিয়েছিল রিয়ালের। কিন্তু সে সুযোগ হাতছাড়া করল বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল অবশ্য আরও বড় বিপদে পড়তে পারত। যোগ করা সময়ে এডেন হ্যাজার্ডের পায়ে লেগে বল দিক না বদলালে হার নিয়ে মাঠ ছাড়তে হতো জিদানের দলকে।
আলফ্রেদ দি স্তেফানো স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালোই করেছিল রিয়াল। প্রথম সুযোগেই বল জালে জড়ান করিম বেনজেমা। কিন্তু বেনজেমাকে ক্রস করার সময় আলভারো অদ্রিওজোলা অফসাইডে থাকায় ভিআরে বাতিল হয় সেই গোল।
গোল না পেলেও মাঝমাঠ নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোছালো ফুটবল খেলছিল রিয়াল। কিন্তু রিয়ালকে স্তব্ধ করে স্রোতের বিপরীতে এগিয়ে যায় সেভিয়া। বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ফার্নান্দো। লিড নিয়ে সতর্ক সেভিয়াকে প্রথমার্ধের বাকি সময় খুব একটা পরীক্ষায় ফেলাতে পারেনি রিয়াল।
৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জিদান শিষ্যরা। তবে লুকা মদ্রিচের শট বারে লাগলে গোলবঞ্চিত হয় রিয়াল। তিন মিনিট পরেই অবশ্য রিয়ালকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় মার্কো আসেনসিও। ডি বক্সের বাইরে থেকে টনি ক্রসের দারুণ এক ক্রসে বলকে জালের পথ দেখান এই স্প্যানিয়ার্ড।
ম্যাচের আসল নাটক তখনও বাকি। ৭৫ মিনিটে ডি বক্সের মধ্যে বেনজেমাকে ফাউল করে সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বেনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিআরে দেখা যায়, আক্রমণের শুরুতে কর্নার থেকে ভেসে আসা বল রিয়ালের ডি বক্সে এদের মিলিতাওয়ের হাতে লাগে। সিদ্ধান্ত পাল্টে যায় রেফারির। রিয়ালের পেনাল্টি চলে যায় সেভিয়ার পক্ষে। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইভান রাকিটিচ।
ম্যাচে সেভিয়া যখন জয়ের অপেক্ষায় তখনই আসে চমক। টনি ক্রুসের শটে হ্যাজার্ডের পায়ে লেগে বল জড়ায় জালে। ঘটনাবহুল ম্যাচে হারতে বসা রিয়াল শেষ পর্যন্ত ২-২ গোলের সান্ত্বনার ড্র নিয়ে মাঠ ছাড়ে।
ঢাকা: লা লিগার শিরোপা যেন এক মুঠো বালি। মুঠোয় নিয়েও কেউ ধরে রাখতে পারছে না। একেক সময় একেকজনের হাত থেকে ফসকে যাচ্ছে। কাল রাতে যেমন পারল না রিয়াল মাদ্রিদ। আগের দিন আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার ড্রয়ে রিয়ালের সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। কিন্তু সেভিয়ার সঙ্গে ২–২ গোলে ড্র করে সে সুযোগ হারাল লস ব্লাঙ্কোসরা।
৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরেই থাকল আতলেতিকো। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকা মেসির বার্সা থাকল তিনে।
এর আগে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার সামনেও। কিন্তু পয়েন্ট হারিয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালান জায়ান্টরা। আর শীর্ষে থাকা আতলেতিকো খারাপ খেলেও উতরে যাচ্ছে শুরু দিকের পারফরম্যান্সের জোরে। এর মাঝে দিয়েগো সিমিওনের দল নিজেদের শেষ ম্যাচে বার্সার সঙ্গে ড্র করে পথ পরিষ্কার করে দিয়েছিল রিয়ালের। কিন্তু সে সুযোগ হাতছাড়া করল বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল অবশ্য আরও বড় বিপদে পড়তে পারত। যোগ করা সময়ে এডেন হ্যাজার্ডের পায়ে লেগে বল দিক না বদলালে হার নিয়ে মাঠ ছাড়তে হতো জিদানের দলকে।
আলফ্রেদ দি স্তেফানো স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালোই করেছিল রিয়াল। প্রথম সুযোগেই বল জালে জড়ান করিম বেনজেমা। কিন্তু বেনজেমাকে ক্রস করার সময় আলভারো অদ্রিওজোলা অফসাইডে থাকায় ভিআরে বাতিল হয় সেই গোল।
গোল না পেলেও মাঝমাঠ নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোছালো ফুটবল খেলছিল রিয়াল। কিন্তু রিয়ালকে স্তব্ধ করে স্রোতের বিপরীতে এগিয়ে যায় সেভিয়া। বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ফার্নান্দো। লিড নিয়ে সতর্ক সেভিয়াকে প্রথমার্ধের বাকি সময় খুব একটা পরীক্ষায় ফেলাতে পারেনি রিয়াল।
৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জিদান শিষ্যরা। তবে লুকা মদ্রিচের শট বারে লাগলে গোলবঞ্চিত হয় রিয়াল। তিন মিনিট পরেই অবশ্য রিয়ালকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় মার্কো আসেনসিও। ডি বক্সের বাইরে থেকে টনি ক্রসের দারুণ এক ক্রসে বলকে জালের পথ দেখান এই স্প্যানিয়ার্ড।
ম্যাচের আসল নাটক তখনও বাকি। ৭৫ মিনিটে ডি বক্সের মধ্যে বেনজেমাকে ফাউল করে সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বেনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিআরে দেখা যায়, আক্রমণের শুরুতে কর্নার থেকে ভেসে আসা বল রিয়ালের ডি বক্সে এদের মিলিতাওয়ের হাতে লাগে। সিদ্ধান্ত পাল্টে যায় রেফারির। রিয়ালের পেনাল্টি চলে যায় সেভিয়ার পক্ষে। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইভান রাকিটিচ।
ম্যাচে সেভিয়া যখন জয়ের অপেক্ষায় তখনই আসে চমক। টনি ক্রুসের শটে হ্যাজার্ডের পায়ে লেগে বল জড়ায় জালে। ঘটনাবহুল ম্যাচে হারতে বসা রিয়াল শেষ পর্যন্ত ২-২ গোলের সান্ত্বনার ড্র নিয়ে মাঠ ছাড়ে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৫ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৮ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৮ ঘণ্টা আগে