Ajker Patrika

উদ্‌যাপন করতে গিয়ে প্রাণ গেল এক আতলেতিকো সমর্থকের

আপডেট : ২৩ মে ২০২১, ১৫: ২০
উদ্‌যাপন করতে গিয়ে প্রাণ গেল এক আতলেতিকো সমর্থকের

ঢাকা: ছয় মৌসুম পর লা-লিগার ট্রফি ঘরে তুলেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শেষ দিনে সব নাটক শেষে শিরোপার স্বাদ পেয়েছেন ডিয়োগো সিমিওনের শিষ্যরা। ম্যাচশেষে আনন্দে কেঁদেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের পর লিগের সেরা হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আনহেল কোরেয়া-কোকোরাও। এই আনন্দক্ষণে একটি দুঃসংবাদ—উদ্‌যাপন করতে গিয়ে মারা গেছেন এক সমর্থক।

স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ম্যাচশেষে বন্ধুদের সঙ্গে উদ্‌যাপন করতে গিয়ে ১৪ বছর বয়সী এক আতলেতিকো সমর্থক প্রাণ হারিয়েছেন। ১১তম লিগ শিরোপার উদ্‌যাপন শেষ হওয়ার আগেই মন খারাপের খবরটা শুনতে হয়েছে সুয়ারেজদের।

নাটকীয় জয়ের পর রাজধানী মাদ্রিদের নেপচুন ফাউন্টেনে উদ্‌যাপন করতে আতলেতিকো সমর্থকেরা জড়ো হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে কাভার্ড ভ্যানে ছিল ওই কিশোরও। ভ্যানে উদ্‌যাপন করতে গিয়ে দেয়ালে আঘাত পায় সে। এক ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উদ্‌যাপনের সময় নেপচুন ফাউন্টেনে প্রায় ২০০০ সমর্থক ছিল বলে জানিয়েছে পাবলো দিয়াজ নামে এক সমর্থক। দিয়াজ বলেছেন, ‘এবার উদ্‌যাপন একটু অদ্ভুত ছিল। করোনা সতর্কতায় স্টেডিয়ামে ঢুকে উদ্‌যাপন করতে পারছিলাম না। সবাই নেপচুন ফাউন্টেনে এক হয়েছিলাম। তবে আমরা করোনা সতর্কতায় মাস্ক পরেছিলাম। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কেউ এখনো বুঝে উঠতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত