ঢাকা: ছয় মৌসুম পর লা-লিগার ট্রফি ঘরে তুলেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শেষ দিনে সব নাটক শেষে শিরোপার স্বাদ পেয়েছেন ডিয়োগো সিমিওনের শিষ্যরা। ম্যাচশেষে আনন্দে কেঁদেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের পর লিগের সেরা হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আনহেল কোরেয়া-কোকোরাও। এই আনন্দক্ষণে একটি দুঃসংবাদ—উদ্যাপন করতে গিয়ে মারা গেছেন এক সমর্থক।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ম্যাচশেষে বন্ধুদের সঙ্গে উদ্যাপন করতে গিয়ে ১৪ বছর বয়সী এক আতলেতিকো সমর্থক প্রাণ হারিয়েছেন। ১১তম লিগ শিরোপার উদ্যাপন শেষ হওয়ার আগেই মন খারাপের খবরটা শুনতে হয়েছে সুয়ারেজদের।
নাটকীয় জয়ের পর রাজধানী মাদ্রিদের নেপচুন ফাউন্টেনে উদ্যাপন করতে আতলেতিকো সমর্থকেরা জড়ো হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে কাভার্ড ভ্যানে ছিল ওই কিশোরও। ভ্যানে উদ্যাপন করতে গিয়ে দেয়ালে আঘাত পায় সে। এক ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্যাপনের সময় নেপচুন ফাউন্টেনে প্রায় ২০০০ সমর্থক ছিল বলে জানিয়েছে পাবলো দিয়াজ নামে এক সমর্থক। দিয়াজ বলেছেন, ‘এবার উদ্যাপন একটু অদ্ভুত ছিল। করোনা সতর্কতায় স্টেডিয়ামে ঢুকে উদ্যাপন করতে পারছিলাম না। সবাই নেপচুন ফাউন্টেনে এক হয়েছিলাম। তবে আমরা করোনা সতর্কতায় মাস্ক পরেছিলাম। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কেউ এখনো বুঝে উঠতে পারছি না।’
ঢাকা: ছয় মৌসুম পর লা-লিগার ট্রফি ঘরে তুলেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শেষ দিনে সব নাটক শেষে শিরোপার স্বাদ পেয়েছেন ডিয়োগো সিমিওনের শিষ্যরা। ম্যাচশেষে আনন্দে কেঁদেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের পর লিগের সেরা হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আনহেল কোরেয়া-কোকোরাও। এই আনন্দক্ষণে একটি দুঃসংবাদ—উদ্যাপন করতে গিয়ে মারা গেছেন এক সমর্থক।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ম্যাচশেষে বন্ধুদের সঙ্গে উদ্যাপন করতে গিয়ে ১৪ বছর বয়সী এক আতলেতিকো সমর্থক প্রাণ হারিয়েছেন। ১১তম লিগ শিরোপার উদ্যাপন শেষ হওয়ার আগেই মন খারাপের খবরটা শুনতে হয়েছে সুয়ারেজদের।
নাটকীয় জয়ের পর রাজধানী মাদ্রিদের নেপচুন ফাউন্টেনে উদ্যাপন করতে আতলেতিকো সমর্থকেরা জড়ো হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে কাভার্ড ভ্যানে ছিল ওই কিশোরও। ভ্যানে উদ্যাপন করতে গিয়ে দেয়ালে আঘাত পায় সে। এক ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্যাপনের সময় নেপচুন ফাউন্টেনে প্রায় ২০০০ সমর্থক ছিল বলে জানিয়েছে পাবলো দিয়াজ নামে এক সমর্থক। দিয়াজ বলেছেন, ‘এবার উদ্যাপন একটু অদ্ভুত ছিল। করোনা সতর্কতায় স্টেডিয়ামে ঢুকে উদ্যাপন করতে পারছিলাম না। সবাই নেপচুন ফাউন্টেনে এক হয়েছিলাম। তবে আমরা করোনা সতর্কতায় মাস্ক পরেছিলাম। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কেউ এখনো বুঝে উঠতে পারছি না।’
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৮ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৯ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১২ ঘণ্টা আগে