ক্রীড়া ডেস্ক
ঢাকা: ছয় মৌসুম পর লা-লিগার ট্রফি ঘরে তুলেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শেষ দিনে সব নাটক শেষে শিরোপার স্বাদ পেয়েছেন ডিয়োগো সিমিওনের শিষ্যরা। ম্যাচশেষে আনন্দে কেঁদেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের পর লিগের সেরা হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আনহেল কোরেয়া-কোকোরাও। এই আনন্দক্ষণে একটি দুঃসংবাদ—উদ্যাপন করতে গিয়ে মারা গেছেন এক সমর্থক।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ম্যাচশেষে বন্ধুদের সঙ্গে উদ্যাপন করতে গিয়ে ১৪ বছর বয়সী এক আতলেতিকো সমর্থক প্রাণ হারিয়েছেন। ১১তম লিগ শিরোপার উদ্যাপন শেষ হওয়ার আগেই মন খারাপের খবরটা শুনতে হয়েছে সুয়ারেজদের।
নাটকীয় জয়ের পর রাজধানী মাদ্রিদের নেপচুন ফাউন্টেনে উদ্যাপন করতে আতলেতিকো সমর্থকেরা জড়ো হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে কাভার্ড ভ্যানে ছিল ওই কিশোরও। ভ্যানে উদ্যাপন করতে গিয়ে দেয়ালে আঘাত পায় সে। এক ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্যাপনের সময় নেপচুন ফাউন্টেনে প্রায় ২০০০ সমর্থক ছিল বলে জানিয়েছে পাবলো দিয়াজ নামে এক সমর্থক। দিয়াজ বলেছেন, ‘এবার উদ্যাপন একটু অদ্ভুত ছিল। করোনা সতর্কতায় স্টেডিয়ামে ঢুকে উদ্যাপন করতে পারছিলাম না। সবাই নেপচুন ফাউন্টেনে এক হয়েছিলাম। তবে আমরা করোনা সতর্কতায় মাস্ক পরেছিলাম। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কেউ এখনো বুঝে উঠতে পারছি না।’
ঢাকা: ছয় মৌসুম পর লা-লিগার ট্রফি ঘরে তুলেছে আতলেতিকো মাদ্রিদ। মৌসুমের শেষ দিনে সব নাটক শেষে শিরোপার স্বাদ পেয়েছেন ডিয়োগো সিমিওনের শিষ্যরা। ম্যাচশেষে আনন্দে কেঁদেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের পর লিগের সেরা হয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন আনহেল কোরেয়া-কোকোরাও। এই আনন্দক্ষণে একটি দুঃসংবাদ—উদ্যাপন করতে গিয়ে মারা গেছেন এক সমর্থক।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ম্যাচশেষে বন্ধুদের সঙ্গে উদ্যাপন করতে গিয়ে ১৪ বছর বয়সী এক আতলেতিকো সমর্থক প্রাণ হারিয়েছেন। ১১তম লিগ শিরোপার উদ্যাপন শেষ হওয়ার আগেই মন খারাপের খবরটা শুনতে হয়েছে সুয়ারেজদের।
নাটকীয় জয়ের পর রাজধানী মাদ্রিদের নেপচুন ফাউন্টেনে উদ্যাপন করতে আতলেতিকো সমর্থকেরা জড়ো হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে কাভার্ড ভ্যানে ছিল ওই কিশোরও। ভ্যানে উদ্যাপন করতে গিয়ে দেয়ালে আঘাত পায় সে। এক ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্যাপনের সময় নেপচুন ফাউন্টেনে প্রায় ২০০০ সমর্থক ছিল বলে জানিয়েছে পাবলো দিয়াজ নামে এক সমর্থক। দিয়াজ বলেছেন, ‘এবার উদ্যাপন একটু অদ্ভুত ছিল। করোনা সতর্কতায় স্টেডিয়ামে ঢুকে উদ্যাপন করতে পারছিলাম না। সবাই নেপচুন ফাউন্টেনে এক হয়েছিলাম। তবে আমরা করোনা সতর্কতায় মাস্ক পরেছিলাম। ব্যাপারটা কীভাবে ঘটেছে, কেউ এখনো বুঝে উঠতে পারছি না।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে