Ajker Patrika

সিমিওনের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়াল আতলেতিকো

সিমিওনের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়াল আতলেতিকো

কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে নতুন করে চুক্তি বাড়াল আতলেতিকো মাদ্রিদ। লা লিগার শিরোপাজয়ী এই কোচকে আরও তিন মৌসুমের জন্য ধরে রাখছে মাদ্রিদের ক্লাবটি।

গত মে মাসে সিমিওনের অধীনে ২০১৪ মৌসুমের পর আবার লা-লিগা শিরোপা জিতেছে আতলেতিকো। কাল এই আর্জেন্টাইন কোচের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ জুন ২০২৪ পর্যন্ত সিমিওনের সঙ্গে চুক্তি করা হয়েছে। ২০১১ সালে কোচ হয়ে আসার পর দারুণ সাফল্য পেয়েছে আতলেতিকো। গত দশ বছরে আতলেতিকো ৮টি শিরোপা ও ৩১৬টি ম্যাচ জিতেছে।

২০১১ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে আতলেতিকোর কোচ হয়ে আসেন সিমিওনে। তাঁর অধীনে দুটো লা-লিগা (২০১৩-১৪, ২০২০-২১), একটি কোপা দেল রে (২০১২-১৩), ২০১৪ সালে সুপার কোপা ডি স্পেন, দুটো ইউরোপা লিগ (২০১১-১২,২০১৭-১৮) ও দুটো উয়েফা সুপার কাপ (২০১২,২০১৮) জিতেছে আতলেতিকো। সিমিওনের অধীনে টানা নয় মৌসুম চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করে আতলেতিকো। তার মধ্যে দুবার রানার্সআপ হয় (২০১৩-১৪, ২০১৫-১৬ মৌসুম) আতলেতিকো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত