ঢাকা: ‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকারের কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।
তার আগে বার্সা আতলেতিকোর সঙ্গে করেছে গোলশূন্য ড্র। রিয়াল-সেভিয়া ম্যাচ ২-২ ড্র। ফলগুলোই যেন লিনেকারের কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘কেউ জিততে চাইছে না!’ কাল ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লেভান্তের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। রিয়ালকে টপকে দুইয়ে উঠলেও শিরোপা জয়ের হিসাব-নিকাশ আরও জটিল হয়েছে কাতালানদের। এই ড্রয়ে উপকার হয়েছে আসলে দুই ‘মাদ্রিদে’র।
কাল শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে বার্সা। ২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে না পারা পেদ্রি ৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন। যেখানে পূর্ণ কৃতিত্ব লেভান্তে গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের। দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেদ্রির শট। ২১ মিনিট নিজেদের ভুলেই গোলের সুযোগ হারায় লেভান্তে। ২৫ মিনিটে বার্সাকে ১–০ করে দেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের জাদুতে লক্ষ্যভেদ করেন বার্সার আর্জেন্টাইন তারকা । ৩১ মিনিটে টের স্টেগেনের দক্ষতায় আরও একবার রক্ষা পায় বার্সা। বারবার সুযোগ মিস করা পেদ্রি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় আলতো করে গোলপোস্টের দিকে বাড়িয়ে দিয়ে বার্সাকে ২-০ তে এগিয়ে নেন এই ডিফেন্ডার।
প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণে ভড়কে যায়। কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ রঙ্গরসিকতাও হচ্ছে—বার্সা ডিফেন্ডাররা নাকি মাঠে ‘সামাজিক দূরত্ব বজায় রাখছেন’! আর এই সুযোগে দুই গোল করে সমতায় ফেরে লেভান্তে। ৫৭ মিনিটে মিরামনের ক্রসে হোসে লুইস মোরেলস না পারলেও গনসালো মেরেলো ঠিকই ফাঁকি দেন টের স্টেগেনকে। ২ মিনিট পর মোরেলসের গোলেই সমতায় ফেরে লেভান্তে।
৬৪ মিনিটে বার্সাসমর্থকদের মুখ হাসি ফোটান দেম্বেলে। গ্রিজমানের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার এ আনন্দ অবশ্য ক্ষণিকের জন্য। ৮৩ মিনিটে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও লিওঁ।
৩-৩ গোলে ড্র করে ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এসেছে কাতালানরা। তাতে আরও জটিল হয়েছে শিরোপা জয়ের সমীকরণ। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শিরোপা জিততে হলে বার্সাকে দুটো ম্যাচ জিততে তো হবেই। একই সঙ্গে চাইতে হবে দুই মাদ্রিদের পরাজয়ও।
বার্সার বাকি দুই প্রতিপক্ষ সেল্টা ভিগো আর এইবার। কাগজে–কলমে মৃদু আশা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমীকরণে মেসিদের শিরোপার স্বপ্ন ম্রিয়মান হয়েছে অনেকটাই।
ঢাকা: ‘মনে হচ্ছে কেউ লা লিগা জিততে চাইছে না!’—এবারের লা-লিগা যেভাবে শেষ হতে যাচ্ছে গ্যারি লিনেকারের কথাটাই যথার্থই মনে হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ শেষ দিকে জিততেই যেন ভুলে গেছে! সর্বশেষ, কাল রাতে প্রায় জেতা ম্যাচটা বার্সা লেভান্তের সঙ্গে ড্র করেছে ৩–৩ গোলে।
তার আগে বার্সা আতলেতিকোর সঙ্গে করেছে গোলশূন্য ড্র। রিয়াল-সেভিয়া ম্যাচ ২-২ ড্র। ফলগুলোই যেন লিনেকারের কথাই মনে করিয়ে দিচ্ছে, ‘কেউ জিততে চাইছে না!’ কাল ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লেভান্তের বিপক্ষে ২-০ তে এগিয়ে থেকেও মেসিরা ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি। রিয়ালকে টপকে দুইয়ে উঠলেও শিরোপা জয়ের হিসাব-নিকাশ আরও জটিল হয়েছে কাতালানদের। এই ড্রয়ে উপকার হয়েছে আসলে দুই ‘মাদ্রিদে’র।
কাল শুরুতেই সহজ সুযোগ হাতছাড়া করে বার্সা। ২ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করতে না পারা পেদ্রি ৫ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন। যেখানে পূর্ণ কৃতিত্ব লেভান্তে গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের। দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেদ্রির শট। ২১ মিনিট নিজেদের ভুলেই গোলের সুযোগ হারায় লেভান্তে। ২৫ মিনিটে বার্সাকে ১–০ করে দেন মেসি। জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ের জাদুতে লক্ষ্যভেদ করেন বার্সার আর্জেন্টাইন তারকা । ৩১ মিনিটে টের স্টেগেনের দক্ষতায় আরও একবার রক্ষা পায় বার্সা। বারবার সুযোগ মিস করা পেদ্রি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দেম্বেলের সহায়তায় আলতো করে গোলপোস্টের দিকে বাড়িয়ে দিয়ে বার্সাকে ২-০ তে এগিয়ে নেন এই ডিফেন্ডার।
প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা বার্সা দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণে ভড়কে যায়। কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ রঙ্গরসিকতাও হচ্ছে—বার্সা ডিফেন্ডাররা নাকি মাঠে ‘সামাজিক দূরত্ব বজায় রাখছেন’! আর এই সুযোগে দুই গোল করে সমতায় ফেরে লেভান্তে। ৫৭ মিনিটে মিরামনের ক্রসে হোসে লুইস মোরেলস না পারলেও গনসালো মেরেলো ঠিকই ফাঁকি দেন টের স্টেগেনকে। ২ মিনিট পর মোরেলসের গোলেই সমতায় ফেরে লেভান্তে।
৬৪ মিনিটে বার্সাসমর্থকদের মুখ হাসি ফোটান দেম্বেলে। গ্রিজমানের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার এ আনন্দ অবশ্য ক্ষণিকের জন্য। ৮৩ মিনিটে লেভান্তেকে সমতায় ফেরান সার্জিও লিওঁ।
৩-৩ গোলে ড্র করে ৩৬ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে এসেছে কাতালানরা। তাতে আরও জটিল হয়েছে শিরোপা জয়ের সমীকরণ। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শিরোপা জিততে হলে বার্সাকে দুটো ম্যাচ জিততে তো হবেই। একই সঙ্গে চাইতে হবে দুই মাদ্রিদের পরাজয়ও।
বার্সার বাকি দুই প্রতিপক্ষ সেল্টা ভিগো আর এইবার। কাগজে–কলমে মৃদু আশা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমীকরণে মেসিদের শিরোপার স্বপ্ন ম্রিয়মান হয়েছে অনেকটাই।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে