Ajker Patrika

লা লিগার মীমাংসা শেষ ম্যাচে

লা লিগার মীমাংসা শেষ ম্যাচে

ঢাকা: ২৩ মে শেষ ম্যাচেই মীমাংসা হতে যাচ্ছে লা লিগার শিরোপা নিয়ে চলমান নাটকীয়তার। রোববার রাতেই অবশ্য সব হিসাব চুকে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে দুই–দুইয়ে চার শেষ পর্যন্ত মেলেনি। হিসাব না মিললেও একটা বিষয় পরিষ্কার, সেল্টা ভিগোর কাছে ২-১ গোলে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে বার্সেলোনা। লিগের শেষ সপ্তাহের সব আকর্ষণ এখন রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদকে ঘিরে।

রিয়াল কিংবা আতলেতিকো—এই দুই দলের একটির হাতে যাবে শিরোপা। তবে আতলেতিকোর সুযোগই বেশি। শেষ ম্যাচে জয় পেলে কোনো গাণিতিক সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা।

পরশু রাতে আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হারলেই লিগ জয়ের উল্লাসে মেতে উঠত নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো। ঘরের মাঠে লুইস সুয়ারেজের নৈপুণ্যে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ড্রেসিংরুমে শ্যাম্পেইন উৎসব করার কাজটা ভালোভাবেই সেরেছিলেন আতলেতিকো। তবে রিয়ালের কাছে আতলেতিকো বিলবাও ১-০ গোলে হেরে সিমিওনের দলকে উৎসবে মাততে দেয়নি। অন্যদিকে রিয়ালও শিরোপা জেতার সম্ভাবনা টিকিয়ে রেখেছে। সে ক্ষেত্রে নিজেদের জয়ের পাশাপাশি রিয়ালকে তাকিয়ে থাকতে হবে সুয়ারেজদের হার কিংবা ড্রয়ের দিকে।

নিজেদের ম্যাচে রিয়াল ও আতলেতিকো দুই দলই জিতলে কপাল পুড়বে রিয়ালের। লিগে সমান ৩৭ ম্যাচ খেলে রিয়ালের চেয়ে দুই পয়েন্ট (৮৩) এগিয়ে টেবিলের শীর্ষে আছে আতলেতিকো। শেষ ম্যাচে রিয়াল–আতলেতিকো ড্র করলেও শিরোপা জিতবে দিয়েগো সিমিওনের দল। আবার রিয়াল ড্র করলেও চ্যাম্পিয়নের মুকুট পরবে আতলেতিকো। হেরে গেলেও তখন আতলেতিকোর পয়েন্ট হবে রিয়ালের চেয়ে বেশি। সব মিলিয়ে আতলেতিকোর জন্য সম্ভাবনাটাই উজ্জ্বল। অন্যদিকে রিয়ালের সুযোগ আছে, তবে তা নির্ভর করছে অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর।

শিরোপা লড়াই থেকে ছিটকে গিয়ে শঙ্কায় এখন বার্সা কোচ রোনাল্ড কোমেনের ভবিষ্যৎ। একমাত্র কোপা দেল রে ছাড়া এই মৌসুমে দলকে আর কোনো বড় শিরোপা এনে দিতে পারেননি তিনি। সামনের মৌসুমে বার্সা তাঁকে ধরে রাখবে কি না তা নিয়েও চলছে জল্পনা–কল্পনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত