Ajker Patrika

রিয়াল ২-১ বার্সা: ৪৩ বছর পর টানা ৩ জয়ের রেকর্ড

অনলাইন ডেস্ক
Thumbnail image

বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।

খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।

বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।

তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।

জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত