অনলাইন ডেস্ক
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে