ঢাকা: লা লিগার শিরোপা নিয়ে চলমান উত্তেজনা শেষ হতে পারে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মাঠে নামছে শিরোপা দৌড়ে থাকা সবগুলো দল। শীর্ষে থাকা আতলেতিকোর প্রতিপক্ষ ওসাসুনা। নিজেদের ম্যাচে জয় এবং আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে শিরোপা চলে যাবে দিয়েগো সিমিওনের হাতে।
তবে রিয়াল জয় পেলে শিরোপার মিমাংসা করতে তাকিয়ে থাকতে হবে ২৩ মে লিগের শেষ পর্যন্ত। অন্যদিকে আরেক শিরোপা প্রত্যাশী বার্সেলোনা খেলেব সেল্টা ভিগোর বিপক্ষে। বার্সার সম্ভাবনা আগেই কমেছে। তবু কাগজে–কলমে টিকে থাকার আশাটা বাঁচিয়ে রাখতে মেসিদের এই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আতলেতিকো ও রিয়ালের ম্যাচের দিকেও।
সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় সমানে সমান রিয়াল ও বিলবাও। সর্বশেষ পাঁচ ম্যাচের দুই জয়ের বিপরীতে একটি করে হার আছে দুই দলেরই। হ্যামেস্ট্রিংয়ের চোটে রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস গত কয়েক ম্যাচ ধরেই দলের বাইরে। এই ম্যাচে খেলতে পারবে না করোনা আক্রান্ত জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও । করোনা হানা দিয়েছে বিলবাও শিবিরেও । করোনা আক্রান্ত ইনিগো লেকুয়েকে এই ম্যাচে পাবে না তাঁর দল।
রাতের অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হারলে শিরোপার দৌড় থেকে একেবারেই ছিটকে পড়বে বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কোমানের দল।
ঢাকা: লা লিগার শিরোপা নিয়ে চলমান উত্তেজনা শেষ হতে পারে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মাঠে নামছে শিরোপা দৌড়ে থাকা সবগুলো দল। শীর্ষে থাকা আতলেতিকোর প্রতিপক্ষ ওসাসুনা। নিজেদের ম্যাচে জয় এবং আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে শিরোপা চলে যাবে দিয়েগো সিমিওনের হাতে।
তবে রিয়াল জয় পেলে শিরোপার মিমাংসা করতে তাকিয়ে থাকতে হবে ২৩ মে লিগের শেষ পর্যন্ত। অন্যদিকে আরেক শিরোপা প্রত্যাশী বার্সেলোনা খেলেব সেল্টা ভিগোর বিপক্ষে। বার্সার সম্ভাবনা আগেই কমেছে। তবু কাগজে–কলমে টিকে থাকার আশাটা বাঁচিয়ে রাখতে মেসিদের এই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আতলেতিকো ও রিয়ালের ম্যাচের দিকেও।
সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় সমানে সমান রিয়াল ও বিলবাও। সর্বশেষ পাঁচ ম্যাচের দুই জয়ের বিপরীতে একটি করে হার আছে দুই দলেরই। হ্যামেস্ট্রিংয়ের চোটে রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস গত কয়েক ম্যাচ ধরেই দলের বাইরে। এই ম্যাচে খেলতে পারবে না করোনা আক্রান্ত জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও । করোনা হানা দিয়েছে বিলবাও শিবিরেও । করোনা আক্রান্ত ইনিগো লেকুয়েকে এই ম্যাচে পাবে না তাঁর দল।
রাতের অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হারলে শিরোপার দৌড় থেকে একেবারেই ছিটকে পড়বে বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কোমানের দল।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে