Ajker Patrika

মেসিদের ‘দর্শক’ বানিয়ে আজই শিরোপা সিমিওনেদের?

মেসিদের ‘দর্শক’ বানিয়ে আজই শিরোপা সিমিওনেদের?

ঢাকা: লা লিগার শিরোপা নিয়ে চলমান উত্তেজনা শেষ হতে পারে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মাঠে নামছে শিরোপা দৌড়ে থাকা সবগুলো দল। শীর্ষে থাকা আতলেতিকোর প্রতিপক্ষ ওসাসুনা। নিজেদের ম্যাচে জয় এবং আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে শিরোপা চলে যাবে দিয়েগো সিমিওনের হাতে।

তবে রিয়াল জয় পেলে শিরোপার মিমাংসা করতে তাকিয়ে থাকতে হবে ২৩ মে লিগের শেষ পর্যন্ত। অন্যদিকে আরেক শিরোপা প্রত্যাশী বার্সেলোনা খেলেব সেল্টা ভিগোর বিপক্ষে। বার্সার সম্ভাবনা আগেই কমেছে। তবু কাগজে–কলমে টিকে থাকার আশাটা বাঁচিয়ে রাখতে মেসিদের এই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আতলেতিকো ও রিয়ালের ম্যাচের দিকেও।

সাম্প্রতিক পরিসংখ্যান বিবেচনায় সমানে সমান রিয়াল ও বিলবাও। সর্বশেষ পাঁচ ম্যাচের দুই জয়ের বিপরীতে একটি করে হার আছে দুই দলেরই। হ্যামেস্ট্রিংয়ের চোটে রিয়ালের নিয়মিত অধিনায়ক সার্জিও রামোস গত কয়েক ম্যাচ ধরেই দলের বাইরে। এই ম্যাচে খেলতে পারবে না করোনা আক্রান্ত জার্মান মিডফিল্ডার টনি ক্রুসও । করোনা হানা দিয়েছে বিলবাও শিবিরেও । করোনা আক্রান্ত ইনিগো লেকুয়েকে এই ম্যাচে পাবে না তাঁর দল।

রাতের অন্য ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হারলে শিরোপার দৌড় থেকে একেবারেই ছিটকে পড়বে বার্সেলোনা। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কোমানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত