বাঘ-সিংহ নয়, মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী মশা
আচ্ছা, কোন প্রাণীর আক্রমণে কিংবা এর কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, বলুন তো? আপনি নিশ্চয় সিংহ, কুমির, হাতি, হাঙর কিংবা বাঘের কথা ভেবে বসে আছেন। কিন্তু শুনে অবাক হবেন, তালিকায় সবার ওপরে থাকা প্রাণীটি মোটেই এমন বিশাল কিছু নয়। সে হলো আমাদের অতি পরিচিত পুঁচকে মশা।