Ajker Patrika

‘ওয়াই’ ক্রোমোজমের ধাঁধা সমাধান বিজ্ঞানীদের, ঘুচতে পারে পুরুষের বন্ধ্যাত্ব

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২২: ৫৬
Thumbnail image

মানব জিনোম বোঝার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে গেলেন বিজ্ঞানীরা। এবার তাঁরা পুরুষদের মধ্যে উপস্থিত রহস্যময় ওয়াই (Y) ক্রোমোজোমের সম্পূর্ণ পাঠোদ্ধার করেছেন। এটি এমন এক কৃতিত্ব যার মধ্য দিয়ে পুরুষদের বন্ধ্যাত্ব নিয়ে গবেষণাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার গবেষকেরা প্রথমবারের মতো মানব ওয়াই ক্রোমোজোমের সম্পূর্ণ ক্রম উন্মোচন করেছেন। মানুষের মাঝে দুটি সেক্স ক্রোমোজমের একটি ওয়াই (Y) অন্যটি এক্স (X)। পিতামাতার মধ্যে সাধারণত পিতার ক্রোমোজমই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে দেয়। অর্থাৎ সন্তান ছেলে হবে কি মেয়ে হবে তা পিতার কাছ থেকে পাওয়া ক্রোমোজমের ওপর নির্ভর করে। 

প্রতিবেদনে বলা হয়, একজন মানুষের প্রতিটি কোষে ২৩ জোড়া ক্রোমোজম থাকে। এর মধ্যে এক জোড়া  থাকে সেক্স ক্রোমোজোম। এই একজোড়ার মধ্যে পুরুষের থাকে একটি ওয়াই ও একটি এক্স ক্রোমোজোম। আর নারীর থাকে দুটি এক্স ক্রোমোজোম। 

ওয়াই ক্রোমোজোমের জিনগুলো শুক্রাণু উৎপাদনসহ গুরুত্বপূর্ণ প্রজনন কাজ পরিচালনা করতে সহযোগিতা করে। এমনকি ক্যানসারের ঝুঁকি এবং তীব্রতার সঙ্গেও এই ক্রোমোজম জড়িত। কিন্তু ব্যতিক্রম জটিল গঠনের কারণে এই ক্রোমোজোমটির রহস্য ভেদ করা কঠিন বলে মনে করা হতো। 

ওয়াই ক্রোমোজমের রহস্যভেদ সম্পর্কিত বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের প্রধান লেখক এবং ইউএস ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউটের স্টাফ সায়েন্টিস্ট আরং রাই বলেন, ‘সাফল্যের জন্য আমি নতুন সিকোয়েন্সিং প্রযুক্তি এবং কম্পিউটেশনাল পদ্ধতিগুলোকে কৃতিত্ব দেব।’ 

সহ-গবেষক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োমোলিকুলার ইঞ্জিনিয়ারিং অধ্যাপক কারেন মিগা বলেন, ‘ক্রোমোজোমের দৈর্ঘ্যের ৫০ শতাংশেরও বেশি প্রকাশ করে গবেষণাটি প্রথমবারের মতো একটি ওয়াই ক্রোমোজোম কোডের সম্পূর্ণ দৃশ্য প্রদান করেছে। অতীতে আমাদের জিনোম মানচিত্র থেকে এটি অনুপস্থিত ছিল।’ 

এর আগে ২০২০ সালে এক্স ক্রোমোজোমের সম্পূর্ণ ক্রমটি প্রকাশিত হয়েছিল। কিন্তু মানব জিনোমের ওয়াই ক্রোমোজোমের ক্রম অজানাই ছিল। 

গবেষণাপত্রটির সহ–লেখক মনিকা চোচোভা দাবি করেন, ক্রম না জানার কারণে ওয়াই ক্রোমোজোমকে ঐতিহ্যগতভাবে মানব রোগের অনেক গবেষণা থেকে বাদ দেওয়া হয়েছে। 

চোচোভা বলেন, ‘ওয়াই ক্রোমোজোম মানব জিনোমের সবচেয়ে ছোট এবং দ্রুত ক্রমবর্ধমান ক্রোমোজোম।’ 

গবেষকদের মতে, ওয়াই ক্রোমোজোমের পূর্ণাঙ্গ পাঠোদ্ধারের ফলে প্রজনন সম্পর্কিত গবেষণা সহ এর ব্যবহারিক প্রয়োগ সম্ভব হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত