যে নদীতে হাত ছোঁয়ালেই সর্বনাশ
পেরুভিয়ান আমাজনের গহিনে আছে এক আশ্চর্য নদী। এর কাছে গেলেই চমকে উঠবেন, নদীর জল থেকে বাষ্প উঠছে। পানির তাপমাত্রা কোনো কোনো অংশে উঠে গেছে ২০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। অর্থাৎ বেভুলে এতে হাত বা পা দিলেই সর্বনাশ, ফোসকা পড়ে যাবে। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন নদীটি পবিত্র, আর এর উষ্ণ জলে রোগ নিরাময়ের ক্